West Bengal Weather Update: ইডেন-ম্যাচের সময়ে হতে পারে বৃষ্টি! পণ্ড হবে নাইট রাইডার্সের ম্যাচ?
সকালের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছিল শনিবার তো বটেই, রবিবারও চলবে বৃষ্টি। (তথ্য: অয়ন ঘোষাল)
কেন? রাজস্থান থেকে দক্ষিণ আসাম পর্যন্ত রয়েছে একটি ঘূর্ণাবর্ত অক্ষরেখা। উত্তর বিহার থেকে ঝাড়খণ্ড হয়ে ওড়িশা পর্যন্ত রয়েছে অন্য আর একটি ঘূর্ণাবর্ত রেখা। (তথ্য: অয়ন ঘোষাল)
জলীয় বাষ্পপূর্ণ এই দুটি বিপরীতমুখী সিস্টেমের জেরেই আপাতত বৃষ্টি। (তথ্য: অয়ন ঘোষাল)
তবে, আজ শনিবার এখনই চলে এল আগামী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাস। (তথ্য: অয়ন ঘোষাল)
তাতে বলা হল, আজ সারাদিনই সাধারণ ভাবে আকাশ মেঘলা থাকবে। বৃষ্টি হবে-- কোথাও বজ্রবিদ্যুৎ-সহ, কোথাও বজ্রবিদ্যুৎ ব্যতীত। (তথ্য: অয়ন ঘোষাল)
দিনের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩৪ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে, সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২২ ডিগ্রির মতো! এর অর্থ, দমবন্ধ গরমে কষ্ট পেতে হবে না। থাকবে স্বস্তি। (তথ্য: অয়ন ঘোষাল)