মশা মারতে `বিনাশ` ড্রোন দাগল কলকাতা পুরসভা

Thu, 21 Nov 2019-8:11 pm,

দেবারতি ঘোষ : ড্রোনের নাম বিনাশ। মাল্টিটাস্কিং এই ড্রোন কাজ করবে মশা নিধনে। যে সমস্ত জায়গায় পুরসভার স্বাস্থ্যকর্মীরা পৌঁছতে পারেন না, সেই সমস্ত জায়গায় অনায়াসে পৌঁছে যাবে এই ড্রোন।

সাধারণের থেকে আকারে বেশ কিছুটা বড় সাইজের এই ড্রোন বিভিন্ন রকমের কাজ একসঙ্গে করতে পারে। ড্রোনের মধ্যে রয়েছে ১৬ লিটার মশা নিধনকারী তেলের ট্যাঙ্কার। রয়েছে মাল্টিটাস্কিং ক্যামেরা।

নমুনা সংগ্রহের পাশাপাশি বিশ্লেষণ করার ক্ষমতাও আছে এই ড্রোনের। জলের নমুনা সংগ্রহ করে আনতে পারবে। দিনে রাতে কাজ করবে এই ড্রোন।  ড্রোনে রয়েছে স্প্রিংকলার, যেখান থেকে তেল ছড়াবে।

কলকাতা পুরসভার, দাবি গোটা ভারতবর্ষের মধ্যে এই প্রথমবার কোনও পুরসভা ড্রোনের মাধ্যমে মশা নিধনের কাজ করবে। ২০০ মিটার পর্যন্ত উঁচুতে উঠতে পারবে এই ড্রোন।

কোনও বন্ধ বহুতল বা নির্মীয়মাণ উঁচু বাড়ির ছাদ, যেখানে পুরো কর্মীরা সহজে পৌঁছতে পারেন না, সেখানে এই ড্রোনের মাধ্যমে সমস্যার সমাধান হবে বলে মনে করা হচ্ছে।

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link