ন্যাশনাল পেনশন সিস্টেম সম্পর্কে এই তথ্যগুলো জানেন
২০০৪ সালে চালু হয় ন্যাশনাল পেনশন সিস্টেম (এনপিএস)। প্রথমে এই সুবিধা পেতেন শুধুমাত্র সরকারি কর্মীরাই। ২০০৯ সালে সরকারি-বেসরকারি সব কর্মীরাই আবেদন করতে পারেন।
দু’ধরনের এনপিএস রয়েছে। টায়ার-১: এই প্রকল্পে টাকা রাখলে ৬০ বছর বয়স পর্যন্ত আমানত তোলা যাবে না।
টায়ার ২: এই প্রকল্পে সেভিংস অ্যাকাউন্টের মতো টাকা জমা করতে পারেন। আপনার প্রয়োজন মতো টাকা তুলতেও পারেন।
গুরুতর অসুস্থ, সন্তানদের বিয়ের মতো বিশেষ কারণ দেখিয়ে আংশিক টাকা তোলার সুবিধা রয়েছে।
সর্বনিম্ন বেসিক মাইনের ১০ শতাংশ অর্থ এনপিএস জমা করা যাবে। সরকারি কর্মচারিদের ক্ষেত্রেও একই নিয়ম প্রযোজ্য।
টায়ার ১ খাতের নিয়ম অনুযায়ী এক অর্থবর্ষে সর্বনিম্ন এক হাজার টাকা অ্যাকাউন্টে জমা রাখতে হবে। কিন্তু টায়ার ২ –র ক্ষেত্রে মাত্র ২৫০ টাকা জমা রাখলেই চলবে।