ভারতের এক মিসাইলের ধাক্কায় কুপোকাত পাকিস্তানের F-16

Sat, 02 Mar 2019-10:57 am,

বুড়ো মিগ-২১ বাইসন। যা থেকে ছোড়া মিসাইলে কুপোকাত পাকিস্তানের অত্যাধুনিক এফ-১৬। যা নিয়ে চারিদিকে চলছে আলোচনা।

কিন্তু যে মিসাইল ছোড়া হয়েছিল ওই মিগ-২১ থেকে, জানেন কি সেই ক্ষেপণাস্ত্রের খুঁটিনাটি।

মিগ-২১ থেকে বায়ুসেনার উইং কমান্ডারের ছোড়া সেই ক্ষেপণাস্ত্রের নাম R-73E. এই ক্ষেপণাস্ত্র আকাশ থেকে আকাশ আঘাত হানতে সক্ষম। তাই কোনও বিমানকে আঘাত করতেই এটার ব্যবহার করা হয়।

এই ক্ষেপণাস্ত্র ৩০ কিলোমিটার দূর পর্যন্ত আঘাত সক্ষম। সমুদ্রস্পৃষ্ট থেকে ০.০২ থেকে ২০ কিলোমিটার উচ্চতা পর্যন্ত উড়ন্ত লক্ষ্যে আঘাত হানতে পারে। এর গতিবেগ ঘণ্টায় প্রায় ২৫০০ কিমি।

প্রসঙ্গত, গত ১৪ ফেব্রুয়ারি দক্ষিণ কাশ্মীরের পুলওয়ামায় সিআরপিএফ কনভয়ে জঙ্গিহামলা হয়। শহিদ হন ৪০ জন জওয়ান। আহত হন অনেকে। হামলার দায় স্বীকার করে নেয় পাক মদতপুষ্ট জঙ্গি সংগঠন জইশ-ই-মহম্মদ।

তার পাল্টা হিসেবে ২৬ ফেব্রুয়ারি ভোররাতে আরও একবার সার্জিক্যাল স্ট্রাইক করে ভারত। পাক অধিকৃত কাশ্মীরে জইশের সবচেয়ে বড় জঙ্গিঘাঁটিতে আকাশপথে মিরাজ-২০০০ যুদ্ধবিমান দিয়ে হামলা চালায় ভারতীয় বায়ুসেনা।

সেই হামলার পরদিনই ভারতের আকাশসীমায় ঢুকে পড়ে একাধিক পাক যুদ্ধবিমান। তার মধ্যে তিনটি এফ-১৬ও ছিল। সেই তিন যুদ্ধবিমানের একটিকে তাড়া করতে গিয়েই পাকিস্তানের হাতে আটকে পড়েছিলেন অভিনন্দন।

অভিনন্দের মিগ থেকে ছোড়া ক্ষেপণাস্ত্র হানায় কুপোকাত হয় পাকিস্তানের এফ-১৬।

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link