Koel Mallick : সিঁথিতে সিঁদুর, গায়ে গয়না, ভবানীপুরের মল্লিক বাড়িতে সাবেকি সাজে কোয়েল

Thu, 22 Sep 2022-4:12 pm,

হাতে তো আর মাত্র কয়েকটা দিন, বৃষ্টিভেজা আকাশেও যেন মিশে রয়েছে পুজোর গন্ধ। তারই মধ্যে পুজোর আগমনী বার্তা নিয়ে এলেন কোয়েল মল্লিক। মহালয়ার আগেই পুজোর গন্ধ মেখে নতুন সাজে হাজির কোয়েল।

বৃহস্পতিবার সকালে পরনে অফ হোয়াইট রঙের জরি পাড়ের সিল্কের শাড়ি, সঙ্গে জারদৌসি কাজ করা লাল ব্লাউজ, সঙ্গে ভারী সোনার গয়না। হাতে সোনার কাজ করা শাঁখা-পলা। সিঁথিতে সিঁদুর, কপালে টিপ, চোখে কাজল, নাকে নথ, ঠোঁটে মেরুন লিপস্টিক, একেবারেই সাবেকি সাজে ধরা দিয়েছেন কোয়েল। তাঁর পোস্টে কমেন্ট করেছেন সাংসদ, অভিনেত্রী নুসরত জাহান, লিখেছেন, 'U look Divine'। অর্থাৎ কোয়েলের এই বেশে যেন স্বর্গীয়...।

দুর্গাপুজোর যে আর বেশিদিন বাকি নেই সেকথা মনে করিয়ে দিয়ে কোয়েল মল্লিক লিখেছেন, 'ক্যালেন্ডারের পাতায় লেখা তারিখের দিকে চোখ রেখেই চমকে যেতে হয়, আধীর আগ্রহে মায়ের আসার জন্য অপেক্ষা করি … আর কিছুদিনের অপেক্ষা…'। 

স্বামীর ঘর ছেড়ে প্রতিবছর উমা ৪ দিনের জন্য আসেন বাপের বাড়িতে। আর প্রত্যেক বছর দুর্গাপুজোর এই ৪ দিন কোয়েল মল্লিকও ফিরে যান তাঁর পৈত্রিক ভবানীপুরের বাড়িতে। এবারও পুজোর প্রস্তুতি শুরু করে দিয়েছেন কোয়েল। 

নেতাজিভবন মেট্রো স্টেশনের কাছে ভবানীপুরের মল্লিক বাড়ি, এই বাড়ির দুর্গাপুজোর ইতিহাস বহু প্রাচীন। জানা যায় ১৯২৫ সালে ভবানীপুরের মল্লিকবাড়িতে দুর্গাপুজো শুরু হয়েছিল। পুজোর চারদিন নিরামিষ খাওয়াই এই বাড়ির রীতি। দশমীতে বিসর্জনের পর তবেই আমিষ খাবার খান বাড়ির সদস্যরা। 

রঞ্জিত মল্লিক, কোয়েল মল্লিক ছাড়াও বাইরে থেকে টলিপাড়ার বহু তারকাই ভবানীপুরের মল্লিক বাড়ির পুজোয় আমন্ত্রিত থাকেন। তবে গত দু'বছর করোনা আবাহে শুধুমাত্র বাড়ির সদস্যরাই মল্লিকবাড়ির পুজোয় উপস্থিত থাকতে পেরেছেন। 

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link