Ind vs Aus 3rd ODI : সিরিজ জয়ের লক্ষ্যে লড়ছে ভারত, ধোনির দূর্গে অনন্য রেকর্ড কোহলির

Suman Majumder Sat, 09 Mar 2019-10:42 am,

সিরিজ জয়ের লক্ষ্যে রাঁচিতে নেমেছিল ভারত। কিন্তু এমন গুরুত্বপূর্ণ ম্যাচে ভারতীয় দলের ব্যাটিং বিপর্যয়। সেই একা পাঁচিল হয়ে দাঁড়ালেন বিরাট কোহলি। অস্ট্রেলিয়ার ৩১৩ রানের জবাবে ১৫ রানে দুই উইকেট খুইয়ে ফেলেছিল ভারত। ঠিক তখন থেকেই হাল ধরলেন কোহলি। 

৯৫ বল খেলে ১২৩ রান করলেন বিরাট। কোহলি যখন সেঞ্চুরি করলেন তখন দলের রান ১৯০। এর পর আর ভারতীয় দলের ব্য়াটিং নিয়ে আলাদা কিছু বলে দেওয়ার প্রয়োজন পড়ে না। 

ভারতীয় ক্রিকেট মহল বলছে, রাঁচিতে এটাই ধোনির শেষ আন্তর্জাতিক ম্যাচ। ধোনির দূর্গ। তাতে দাদাগিরি করে গেলেন কোহলি। গড়লেন অনন্য রেকর্ড।

চতুর্থ ভারতীয় ক্যাপ্টেন হিসাবে একদিনের ক্রিকেটে ৪০০০ রানের মাইলফলর ছুঁলেন তিনি।

এর আগে ধোনি, আজহারুদ্দিন ও সৌরভ গঙ্গোপাধ্যায়ের এমন রেকর্ড রয়েছে। এদিন ব্য়ক্তিগত ২৭ রানের মাথায় এমন রেকর্ড করে ফেললেন কোহলি। রাঁচিতে কেরিয়ারের ৪১তম সেঞ্চুরি করে ফেললেন তিনি। ক্যাপ্টেন হিসাবে ১৯তম।

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link