IND vs WI: মুম্বইয়ে রেকর্ডের হাতছানি কিং কোহলির সামনে
বুধবার মুম্বইয়ে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের শেষ ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের মুখোমুখি টিম ইন্ডিয়া। এই ম্যাচেই রেকর্ডের হাতছানি ক্যাপ্টেন কোহলির সামনে।
ক্যারিবিয়ানদের বিরুদ্ধে চলতি সিরিজে দুরন্ত ফর্মে রয়েছেন ভারত অধিনায়ক। প্রথম ম্যাচে অপরাজিত ৯৪ রান করে ভারতকে জয় এনে দিলেও দ্বিতীয় ম্যাচে মাত্র ১৯ রান করেন।
বুধবার মুম্বইয়ে আর মাত্র ৬ রান করতে পারলেই ঘরের মাঠে টি-টোয়েন্টি ক্রিকেটে ১০০০ রানের মাইলস্টোন স্পর্শ করবেন বিরাট কোহলি।
প্রথম ভারতীয় হিসেবে এই কীর্তি অর্জন করার হাতছানি কিং কোহলির সামনে।
বিরাট কোহলি বিশ্বের তৃতীয় ক্রিকেটার হিসেবে ঘরের মাঠে টি-টোয়েন্টিতে ১০০০ রানের মাইলস্টোনের সামনে দাঁড়িয়ে। নিউ জিল্যান্ডের মার্টিন গাপটিল এবং কলিন মুনরো আগেই এই কীর্তি অর্জন করেছেন।