Kojagari Lakshmi Puja 2024: কোজাগরীতে মধ্যবিত্তের পকেটের লক্ষ্মীতে টান! কুঁড়ি পদ্ম মঙ্গলেই বিকোচ্ছে ৪০ টাকায়, হিমশিম বাঙালি...

Tue, 15 Oct 2024-10:49 am,

কোজাগরী লক্ষ্মী পুজো উপলক্ষ্যে জমে উঠেছে বাজার। বিভিন্ন সাইজের মূর্তি নিয়ে বাজারে হাজির মৃৎ শিল্পীরা। ভিড় জমিয়েছেন ক্রেতারাও। সবজির ও ফুলের দোকানেও দুদিন আগে থেকেই ভিড়। 

একদিন আগে যে কুঁড়ি পদ্ম বিক্রি হয়েছে ২৫ টাকায় মঙ্গলবার সকালেই তার দাম চড়েছে ৪০ টাকায়। দেখা যাচ্ছে প্রতিমা থেকে ফলমূল, ফুল যত না দাম বেড়েছে তার থেকেও বেশি দাম বেড়েছে শাকসব্জির। 

লাবড়া তৈরির উপকরণ মিষ্টি কুমড়ো, আলু, ঝিঙে প্রতি কেজি বিক্রি হয়েছে ৩০-৬০ টাকার মধ্যে। পাল্লা দিয়ে ঝাঁঝ বাড়িয়েছে কাঁচা লঙ্কা ও। এক কেজি কাঁচা লঙ্কা ১৬০ টাকা দরে বিক্রি হচ্ছে বাজারে। টম্যাটো বিক্রি হচ্ছে কেজি প্রতি ১৪০ টাকায়। আলুর দাম লক্ষ্মী পুজো র আগে ৬০ টাকা কেজিতে পৌঁছেছে। বেগুল ৮০ টাকা কেজি। 

জেলাতেই অবস্থা একই। মঙ্গলবার জলপাইগুড়ির বাজার দর। বড়বটি ৮০ টাকা কিলো, ফুলকপি ৮০ টাকা থেকে ১০০ টাকা কিলো।টমেটো ১২০ টাকা কিলো। শসা ৮০ টাকা কিলো। বেগুন ৮০ টাকা কিলো। গাজর ১২০ টাকা কিলো। বাঁধাকপি ৬০ টাকা কিলো। আলু ৩০ টাকা কিলো। পেঁয়াজ ৭০ টাকা কিলো। আদা ২০০ টাকা কিলো। রসুন ৩০০ টাকা কিলো। পটল ৭০ টাকা কিলো।

ফলে সব্জি কিনতে আসা ক্রেতারা এখন হিমশিম খাচ্ছে সেই সমস্ত সব্জি কিনতে। ক্রেতারা বলেন, এখন সবজির দাম অনেকটাই বেশি। রাত পোহালেই লক্ষী পুজো হয়তো এর জন্য দাম আরও বেড়েছে। বিক্রেতারা বলছেন, দাম একটু বেশি রয়েছে। সবজির আমদানি কম। কয়েকদিন থেকেই সবজির দাম বেশি।  

এরইমধ্যে লক্ষ্মী পূজার বাজার সেকারণে দামটা একটু বেশি। ব্যবসা করতে অসুবিধা হচ্ছে কাস্টমার অল্প করে সবজি কিনছেন। আমরা সেভাবে লাভের মুখ দেখতে পারছি না।

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link