কাকতালীয় হলেও সত্যি, ব‌ইমেলায় বিশ্ব হিন্দু পরিষদের স্টল নম্বর ছিল ৩৭০

Mon, 10 Feb 2020-11:35 am,

বইমেলার শেষ দিনে থিকথিকে ভিড়। তবুও বিশ্ব বিন্দু পরিষদের স্টল খুঁজে নিতে যেন অসুবিধে হচ্ছিল না। -তথ্য ও ছবি-মৌমিতা চক্রবর্তী

কাকতালীয় হলেও সত্যি। এবার বিশ্ব হিন্দু পরিষদের স্টল নম্বর ছিল ৩৭০। মাথায় এনে দিচ্ছে কাশ্মীর। ভিএইচপির এজেন্ডাতেও ছিল কাশ্মীরের ৩৭০ ধারা। -তথ্য ও ছবি-মৌমিতা চক্রবর্তী

এনআরসি-সিএএ নিয়ে উত্তপ্ত ছিল এবার বইমেলা। তার মধ্যে নজর কেড়েছে বইমেলায় ভিএইচপির স্টল।-তথ্য ও ছবি-মৌমিতা চক্রবর্তী

বিশ্ব হিন্দু পরিষদ বলছে ৩৭০ নম্বর স্টল পাওয়াটা তাদের কাছে গুডলাক। বই বিক্রি তো হচ্ছেই, সেইসঙ্গে পক্ষে-বিপক্ষে উঠছে মোদী সরকারের কথাও।  যাঁরা আসছেন, তাঁরা বলছেন, তিনশো সত্তর মাথাতেও থাকছে, আর চট করে খুঁজে নেওয়া যাচ্ছে স্টলও। -তথ্য ও ছবি-মৌমিতা চক্রবর্তী

গেরুয়া শিবিরের সাফল্য তুলে ধরতে বারবার ৩৭০ ধারা রদের প্রসঙ্গ তুলে ধরেন প্রধানমন্ত্রী বা স্বরাষ্ট্রমন্ত্রী। বিজেপি নেতারাও বলেন সে কথা। আর তা নিয়ে সরকার পক্ষকে সবসময় তুলোধনা করে বিরোধীপক্ষ। যতই বিতর্কিত হোক না কেন, এবারে কলকাতা বইমেলাতেও তিনশো সত্তর সংখ্যাটার সঙ্গে রয়েছে একটা চমক। -তথ্য ও ছবি-মৌমিতা চক্রবর্তী

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link