বইপ্রেমীদের জন্য সুখবর, কলকাতায় এবার বাসস্ট্যান্ডেই ওপেন লাইব্রেরি
অয়ন ঘোষাল : সাদামাটা বাসস্ট্যান্ডে এবার লাইব্রেরি। ওপেন লাইব্রেরি, কলকাতায় বাসস্ট্যান্ডেই। কোথায়? এ জে সি বোস রোডের জোড়া গির্জার সামনে।
একটা ছোট্ট উদ্যোগ। আর তাতেই অসাধারণ হয়ে উঠল সাধারণ বাসস্ট্যান্ড। স্থানীয় যুবক মহম্মদ তৌসিফ রহমান মঙ্গলবার থেকে এখানেই চালু করলেন ফ্রি লাইব্রেরি।
আপাতত ৩৫টি ভিন্ন ভাষা ও বিষয়ের বই। আগামী সপ্তাহ থেকে যোগ হচ্ছে ছোট জার্নালও। বইয়ের সংখ্যা বেড়ে হবে ১০০।
বাস স্টপেই এক ফুটপাথবাসী পরিবার থাকে। মা পরিচারিকার কাজ করেন। বাবা তেমন কিছু করেন না। দুই ছেলেমেয়ে। ভাই মঙ্গল দাস খিদিরপুর বয়েজ স্কুলে ষষ্ঠ শ্রেণিতে পড়ে। বোন মেরি লরেটো কনভেন্টে তৃতীয় শ্রেণিতে পড়ে।
তাদের ফুটপাতে পড়াশোনা ও অধ্যাবসায় দেখেই প্রথম তৌসিফের মাথায় আসে ফুটপাতে বসে যদি পড়াশোনা করা যায়, তাহলে বাসস্ট্যান্ডে নয় কেন?
যেমন ভাবা, তেমন কাজ। আর ভাবনার এই বৈচিত্র্য হাসি ফুটিয়েছে বাসের জন্য অপেক্ষমান পথচারীদের মুখে। তাঁদের কেউ কেউ আবার নিজের পড়া হয়ে যাওয়া বই এখানে দিতে চান।