ঘিঞ্জি এলাকা হোক বা উঁচু বিল্ডিং, এবার রোবট দিয়েই সহজে আগুন নেভাবে দমকল

Kamalika Sengupta Sat, 30 Nov 2019-12:51 pm,

কমলিকা সেনগুপ্ত: আগুন নেভাবে রোবট। অবাক লাগছে তো? অবাক হবেন না আর কিছুদিনের মধ্যেই কলকাতায় শুরু হতে চলেছে এই ব্যবস্থা ।আগুন লাগলে এমন বহু জায়গা রয়েছে যেখানে দমকল কর্মীদের ঢুকতে অসুবিধা হয় আর সেই সব জায়গায় এই রোবট ঢুকে গিয়ে আগুন নেভাবে । কী রকম হবে পুরো বিষয়টা?

রোবোট নিজে নিজে খুঁজে নেবে আগুনের উত্স। আগুন যেখানে লেগেছে তার ১০০ মিটার দূর থেকে পরিচালনা করা যাবে রোবোটিকে। এই রোবটে লাগানো থাকবে ক্যামেরা। রোবটি চলবে রিমোট কন্ট্রোলে। 

এমন ৪টে রোবট আগামী এক মাসের মধ্যে এসে পৌঁছবে রাজ্যে। দমকল মন্ত্রী সুজিত বসু জানিয়েছেন " কিছুদিন আগে বৈশাখী, বিএসএনএল ভবনে লাগে, এই সব উঁচু বিল্ডিংয়ের পুরনো জায়গায় আগুনের উত্স খুঁজে পাওয়া সম্ভব হয়নি। তাই এরকম রোবট আনা হচ্ছে।"

এই রোবট ব্যাটারি তে চলবে। ৪ঘন্টা পর্যন্ত চার্জ থাকবে । একতলা থেকে দোতলা তরতর করে উঠে যাবে এই রোবট। সব মিলিয়ে ঘিঞ্জি এলাকা এবং উঁচু বিল্ডিংয়ে আগুন লাগলে রোবট হতে চলেছে দমকলে এর নতুন ভরসা । 

এছাড়াও আসছে মোবাইল ফায়ার স্টেশন। কোনো জায়গায় বড় আগুন লাগলে ঘটনাস্থলেই গাড়িতে করেই পৌঁছে যাবে গোটা ফায়ার কন্ট্রল স্টেশন।

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link