Kolkata: বড় মাপের বিপদের মুখে কলকাতা! ক্রমশ গতিপথ বদল করছে গঙ্গা, আর ভাঙনের করাল গ্রাসে ডুবছে শহর...
গতিপথ বদলাচ্ছে কলকাতার গঙ্গা। সেই কারণে ভাঙনের ভ্রুকুটি দেখা দিয়েছে।
হাও়ড়ার বেলুড়ের দিকটায় অনেক পরিমাণে পলি পড়ে যাচ্ছে, ফলে গঙ্গা বিপরীত পারে অন্য পথে চলে যাচ্ছে। এটা খুবই বিপজ্জনক হচ্ছে বলেই মনে করছেন পুরসভার আধিকারিকরা।
কলকাতা থেকে ফলতা পর্যন্ত গঙ্গা নদী নিজের গতিপথ বদল করছে। ওপারে পলি পড়ে এ পারে গতিপথ বদল হচ্ছে।
আর সেই ভাঙনের মোকাবিলা করতেই কলকাতার নদীতীরে নারকেল গাছ লাগানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রায় সাড়ে চারশো নারকেল গাছ বসানো হবে। ভাঙন রুখতে ম্যানগ্রোভও বসানো হচ্ছে।
কলকাতায় নদীভাঙনের প্রবণতা ভাবাচ্ছে কলকাতা পুরসভাকে। ইতিমধ্যে নদীভাঙন রুখতে কলকাতা বন্দর কর্ত়ৃপক্ষের সঙ্গে আলোচনা শুরু করেছেন মেয়র ফিরহাদ হাকিম। পাশাপাশি, এই ভাঙনের মোকাবিলা করতে নিজেদের মতো করেও উদ্যোগী হচ্ছে পুরসভা। তাই উত্তর থেকে দক্ষিণ ভরসা সেই নারকেল গাছ আর ম্যানগ্রোভ।
কলকাতার মেয়র বলছেন, কেন্দ্র 'কালা' হয়ে বসে আছে। তাই শহরের অস্তিত্ব বাঁচাতে তাঁরা নিজেরাই উদ্যোগ নিচ্ছেন। উত্তর কলকাতার বাজে কদমতলা ঘাটের বাঁ দিক থেকে সোজা প্রিন্সেপ ঘাট-সংলগ্ন দ্বিতীয় হুগলি ব্রিজের নীচ পর্যন্ত গঙ্গাতীরবর্তী অংশে নারকেল গাছ বসানোর কাজ চলছে।