কলকাতায় কবে চালু হচ্ছে Jawa-র শো-রুম? কবে শুরু হবে ডেলিভারি?
গত ১৫ নভেম্বর ভারতে ফের লঞ্চ হয়েছে জাওয়া। মহিন্দ্রা গোষ্ঠীর নেতৃত্বাধীন ক্লাসিক লিজেন্ডস নামে একটি সংস্থা এবার তৈরি করবে জাওয়া মোটরসাইকেল। মোট ৩টি মডেল লঞ্চ করেছে জাওয়া। ইতিমধ্যে পুনে, মুম্বই-সহ একাধিক শহরে চালু হয়ে গিয়েছে জাওয়ার শো রুম। কিন্তু কলকাতায় কবে চালু হচ্ছে জাওয়ার শো-রুম।
জাওয়া, জাওয়া ৪২ ও জাওয়া পেরাক নামে তিনটি নতুন মোটরসাইকেল আনছে সংস্থা। আর লঞ্চের সঙ্গে সঙ্গেই মন কেড়েছে নতুন মোটরসাইকেলগুলি।
লঞ্চের পরই অনলাইনে বুকিং শুরু করে জাওয়া। বুকিং চলে ২৫ ডিসেম্বর পর্যন্ত। মাত্র ৫০০০ টাকার বিনিময়ে বুক করা যাচ্ছিল মোটরসাইকেলগুলি। বুকিং শেষ হলে সংস্থার তরফে জানানো হয়, জনতার আগ্রহে আপ্লুত তারা। এত বুকিং এসেছে যে আগামী সেপ্টেম্বর পর্যন্ত আর বুকিং নেওয়া সম্ভব নয় তাদের পক্ষে।
কলকাতা থেকেও জাওয়া বুকিং হয়েছে কয়েক হাজার। কিন্তু কবে মিলবে বাহন? কোথায় হচ্ছে জাওয়ার শো রুম?
জানা গিয়েছে, কলকাতা লাগোয়া কেষ্টপুরে কাজি নজরুল ইসলাম সরণির (ভিআইপি রোড) গায়ে তৈরি হচ্ছে জাওয়ার শো রুম। কেষ্টপুর থেকে সার্ভিস লেন ধরে বিমানবন্দরের দিকে একটু এগোলেই বাঁ দিকে নজরে পড়বে নির্মিয়মান শো রুমটি।
শো রুমের মালিক অভিষেক গুপ্তা জি ২৪ ঘণ্টাকে জানিয়েছেন, ফেব্রুয়ারির শেষ সপ্তাহে শো রুমের উদ্বোধন করার পরিকল্পনা রয়েছে তাঁদের। কাজ শুরু হওয়ার পর ঠিক হবে কবে থেকে বুকিং করা গাড়িগুলি তুলে দেওয়া হবে গ্রাহকদের হাতে।
শো রুমের পিছনেই তৈরি হচ্ছে সার্ভিস সেন্টার। তবে কলকাতায় এখনো জাওয়ার কোনও মোটরসাইকেল আসেনি বলে জানিয়েছেন অভিষেক। কলকাতায় জাওয়া শো রুমের যে কেনও তথ্য জানতে ফোন করতে পারেন ৭৪০৬৬৫৯৭৮০ নম্বরে।