Kolkata: কলকাতায় চিতাবাঘের লেজ! উদ্ধার চাদরে মোড়া অবস্থায়
নিজস্ব প্রতিবেদন: ডাস্টবিনের পাশে চাদর মোড়া অবস্থায় পড়েছিল। কলকাতায় ফের উদ্ধার হল চিতাবাঘের চামড়া। সঙ্গে লেজের কয়েকটি টুকরোও। প্রাথমিক তদন্তে অনুমান, বিক্রির জন্য ওই চামড়াগুলি আনা হয়েছিল। কিন্তু বিক্রি করতে না পেরে কেউ বা কারা ফেলে রেখে চলে যায়। অভিযুক্তদের খোঁজে এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখছেন ওয়াইল্ড লাইফ ক্রাইম কন্ট্রোল সেলের আধিকারিকরা।
২৯/এ ক্রিক লেন। এই ঠিকানায়, একটি ডাস্টবিনের পাশে চাদরে মোড়া অবস্থায় পড়েছিল চিতাবাঘের চামড়া। ঘটনাটি নজরে পড়তেই মুচিপাড়া থানায় খবর দেন স্থানীয় বাসিন্দারা।
থানা থেকে খবর পৌঁছয় বন দফতরে। ঘটনাস্থল গিয়ে চামড়াগুলি উদ্ধার করেন বন দফতরের আধিকারিকরা।
দুটি চিতাবাঘের চামড়া, এমনকী ৩ টি লেজও পাওয়া গিয়েছে। বন দফতর সূত্রে খবর, একটি চামড়া পূর্ণবয়ষ্ক চিতাবাঘের, আর অপরটি মাঝ-বয়সী চিতাবাঘের।
বন দফতরের অনুমান, ওই চামড়া ও লেজ বহু পুরনো। যারা এই ঘটনার সঙ্গে জড়িত, তাদের কাছে আরও চামড়া রয়েছে। অভিযুক্তদের সন্ধানে এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে।
এর আগে গত বছরের নভেম্বরে কলকাতায় অভিযান চালিয়েছিল ওয়াইল্ড লাইফ ক্রাইম কন্ট্রোল ব্যুরো ও ওয়াইল্ড লাইফ ক্রাইম কন্ট্রোল সেল। সেইবার পাচার হওয়ার আগেই কুঁদঘাট থেকে উদ্ধার হয় চিতাবাঘের চামড়া। আটক করা হয় ২ জনকে।