Lok Sabha Election 2024 Result: রাত পোহালেই গণনা, তার আগে মিষ্টির অর্ডারে টক্কর তৃণমূল বনাম বিজেপির

Mon, 03 Jun 2024-2:42 pm,

রাত পোহালেই গণনা। টানটান টেনশন সব রাজনৈতিক দলে। জয়ের পর আবীর খেলার পাশাপাশি মিষ্টিমুখের তোড়জোড়। রাজনৈতিক দলের প্রতীকে বানানো বিক্রি হচ্ছে মিষ্টি ইতিমধ্যেই অর্ডার পেতে শুরু করেছে।

 

ইভিএম খুললে বোঝা যাবে কার সঙ্গে কার কতোটা টক্কর। তার আগে মিষ্টির অর্ডারে টক্কর আপাতত তৃণমূল বনাম বিজেপির। দক্ষিণ কলকাতার রাসবিহারী মোড়ে দীর্ঘদিনের নলিন চন্দ্র দাস এন্ড সন্স এর ম্যানেজার উৎপল মন্ডল জানাচ্ছেন, পয়লা জুন শেষ দফা ভোট মিটতেই রাশি রাশি অর্ডার ঢুকছে যা দিতে রীতিমতো হিমশিম খেতে হচ্ছে তাদেরকে। শেষ মুহূর্তে গেম কোনদিকে সুইং করবে সেই উত্তর এখনও ইভিএম বন্দী। 

তাই আপাতত দেড়শো গ্রাম ছানার একেকটা বড় সাইজের সন্দেশ লোগো বা প্রতীক ছাড়াই রেডি করে রাখা হচ্ছে। একেবারে শেষ মুহূর্তে যে দলের কাছ থেকে অর্ডার আসবে, সেই দলের প্রতীক চিহ্ন বসিয়ে দেওয়া হবে সন্দেশের গায়ে। নাহলে পরিস্থিতি সামাল দেওয়া যাবে না। 

মিষ্টি বানানোর কারিগর বিশ্বজিৎ দাস জানালেন বিভিন্ন ফ্লেভার দিয়ে বানানো হচ্ছে এই মিষ্টি। যার মধ্যে থেকে অন্যতম পছন্দের চকলেট ফ্লেভার। চকলেট ফ্লেভার দিয়ে বানানো হচ্ছে তৃণমূল, বিজেপি, সিপিআইএম এবং কংগ্রেসের প্রতীকের মিষ্টি।

দোকানে আসা ক্রেতাদের নজর কাটছে এই মিষ্টি। বিভিন্ন দলের কর্মী সমর্থক ছাড়াও সাধারণ আম জনতা কিনে নিয়ে যাচ্ছে এই মিষ্টি। প্রতিটা মিষ্টির দাম রাখা হয়েছে ৯০ টাকা। দোকানে বাড়তি আকর্ষণ চকোলেট বোম। ভোটে মোটের ওপর এবার শান্তিপূর্ণ অধ্যায়ের পর হঠাৎ গণনার দিন চকোলেট বোম কেন? ঘাবড়াবেন না। এই চকোলেট বোম আসলে চকোলেট চিপস দিয়ে তৈরি অনেকটা হাত বোমার অর্ধেক সাইজের মিষ্টি। খুব সুস্বাদু। যারা রাজনীতির রঙ দেখেন না, তাদের জন্যই এই রকমারি আয়োজন। 

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link