রেলে কার্ফু: নামানো শাটার, ঝাঁপ বন্ধ শিয়ালদা স্টেশনে, খাঁ খাঁ করছে জনমানবহীন প্ল্যাটফর্ম
শ্রেয়সী গাঙ্গুলি : প্ল্যাটফর্মে দাঁড়িয়ে রয়েছে ট্রেন। কিন্তু কোনও যাত্রীর দেখা নেই। ফাঁকা প্ল্যাটফর্ম। সোমবারের ব্যস্ত সকালে জনমানবহীন শিয়ালদা স্টেশন।
করোনার সংক্রমণ রুখতে ২৩ তারিখ মধ্যরাত থেকেই রেলে কার্ফু জারি হয়েছে। সমস্ত রকম লোকাল, প্যাসেঞ্জার, দূরপাল্লার ট্রেন বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে রেল মন্ত্রক। বন্ধ মেট্রোও।
এই পরিস্থিতিতে সোমবার সকালে শিয়ালদায় গিয়ে দেখা গেল, স্টেশনের ঝাঁপ বন্ধ। কোনওভাবেই যাতে কেউ প্ল্যাটফর্মের ভিতর ঢুকতে না পারেন। কোনও ট্রেন চলছে না।
যে শিয়ালদা স্টেশনে সর্বক্ষণ গমগম করে লোক, সেখানে এমন ছবি নজিরবিহীন।
বাড়ি ফেরার জন্য ট্রেন ধরবেন বলে শিয়ালদা স্টেশনে এসে ফিরে যেতে দেখা গেল অনেককেই। ঝাঁপ বন্ধ স্টেশনের বাইরে রয়েছে কড়া পুলিসি প্রহরা।