কলকাতার পুলিস কমিশনারের পদ থেকে সরানো হতে পারে রাজীব কুমারকে
শিলংয়ে ৩৬ ঘণ্টা সিবিআই জেরার পর বুধবার শহরে ফিরেছেন কলকাতার পুলিস কমিশনার। সূত্রের খবর, ২০ ফেব্রুয়ারির আগে বদলি হতে পারেন রাজীব কুমার।
সূত্রের খবর, নির্বাচন কমিশনের একটি নির্দেশিকার জেরে রাজীবকে সরানো ছাড়া আর কোনও পথ নেই।
গত ১৬ জানুয়ারি নির্দেশিকা জারি করে নির্বাচন কমিশন জানিয়েছিল, ২৮ ফেব্রুয়ারির মধ্যে নির্বাচন প্রক্রিয়ায় সরাসরিভাবে জড়িত প্রত্যেক আধিকারিকের বদলি বাধ্যতামূলক। পরে তা ২০ ফেব্রুয়ারি করা হয়।
নির্দেশিকায় বলা হয়েছে, চলতি বছর ৩১ মে পর্যন্ত কোনও অফিসার একই পদে তিন বছর পূর্ণ করলেও তাঁকে বদলি করতে হবে।
এর আগে ২০১৬ সালে বিধানসভা ভোটের আগে কলকাতা পুলিস কমিশনারের পদ থেকে সরানো হয়েছিল রাজীব কুমারকে। ২১ মে দায়িত্ব ফিরে পান তিনি। ফলে চলতি বছরের মে মাসেই নগরপালের পদে ৩ বছর পূর্ণ করতে চলেছেন রাজীব।
রাজীবের পরিবর্তে নতুন পুলিশ কমিশনার হিসাবে কারও নাম এখনও ঠিক করা হয়নি।
২০১৭ সালের ৩১ মে পর্যন্ত কোনও নির্বাচন বা উপনির্বাচনে ডেপুটি নির্বাচন অফিসার, রিটার্নিং অফিসার ও অ্যাসিসট্যান্ট রিটার্নিং অফিসার হিসেবে কাজ করেছেন, তাঁদেরও বদলি করা হবে। পুলিস ইন্সপেক্টর ও সাব-ইন্সপেক্টরদের ক্ষেত্রেও একই নিয়ম প্রযোজ্য।