ফণির জেরে কলকাতায় বিপদে পড়লে কোন নম্বরে ফোন বা হোয়াটসঅ্যাপ করলে সাহায্য?

Thu, 02 May 2019-10:06 pm,

নিজস্ব প্রতিবেদন: ফণির মোকাবিলায় তটস্থ রাজ্য প্রশাসন। ইতিমধ্যে একাধিক ব্যবস্থা নিয়েছে নবান্ন। এবার কলকাতা পুলিসের তরফেও খোলা হল কন্ট্রোল রুম। 

কলকাতা পুলিস জানিয়েছে, সর্বক্ষণ খোলা থাকবে কন্ট্রোলরুম। পূর্ত দফতর, দমকল বিভাগ ও অন্যান্য সরকারি পরিষেবার আধিকারিকরা থাকবেন। তৈরি থাকছে বিপর্যয় মোকাবিলা বাহিনীও। 

বিপদে পড়লে ডায়াল করুন কন্ট্রোল রুমে। নম্বর- ০৩৩-২২১৪৩০২৪/ ২২১৪-৩২৩০/২২১৪-১৩১০। ১০০ ডায়ালও করতে পারবেন। 

 

থাকছে বিশেষ হেল্পলাইন নম্বর ৯৪৩২৬১০৪৪৪। এখানে হোয়াটসঅ্যাপও করতে পারবেন নাগরিকরা। 

শুক্রবার ওডিশা উপকূলে ধেয়ে আসবে ঘূর্ণিঝড় ফণি। তার প্রভাবে রাজ্যে শুরু হবে প্রবল ঝড়বৃষ্টি।   

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link