হেস্টিংসে BJP কার্যালয় থেকে ঢিল ছোড়া দূরে উদ্ধার ৫১ তাজা বোমা
খিদিরপুর ও হেস্টিংস ক্রসিং কাছ থেকে উদ্ধার হল ৫১টি তাজা বোমা। বস্তার মধ্যে রাখাছিল ওইসব বোমা। জায়গাটি বিজেপির কার্যালয় থেকে খুবই কাছে।
কলকাতা পুলিসকে ওইসব সন্দেহজনক বস্তায় রাখা বোমার খবর দেন সেনা গোয়েন্দারা।
ওইসব বোমার খবর পেয়েই তা কলকাতা পুলিসকে জানান সেনা গোয়েন্দারা।
শেষপর্যন্ত নির্দিষ্ট জায়গায় অভিযান চালায় কলকাতা পুলিসের গুন্ডা দমন শাখা। দেখা যায় বোমাগুলি রাখা রয়েছে মোট ৪টি বস্তায়।
উল্লেখ্য, যে জায়গায় বোমা উদ্ধার হয় সেটি হেস্টিংসে বিজেপির কার্যালয় থেকে একশো মিটারের মধ্য়ে। সম্প্রতি, একসঙ্গে এত বোমা উদ্ধার হয়নি।