দেশের মধ্যে কলকাতার রাস্তা সব থেকে নিরাপদ, বলছে কেন্দ্রীয় রিপোর্ট
ন্যাশনাল ক্রাইম রেকর্ডস ব্যুরোর রিপোর্ট বলছে, দেশের সব বড় বড় শহরের মধ্যে কলকাতার রাস্তা সব থেকে নিরাপদ। রিপোর্টে বলা হয়েছে, দুর্ঘটনায় সব থেকে কম মৃত্যুর হার কলকাতার রাস্তায়।
রিপোর্ট অবশ্য জানানো হয়েছে, কলকাতার রাস্তায় মদ্যপান করে গাড়ি চালানোর হার উদ্বেগজনক। ৫৩টি বড় শহরের নিরিখে এই রিপোর্ট তৈরি করা হয়েছে।
রিপোর্টে বলা হয়েছে, ২০১৯ সালে ৫৩টি শহরের মধ্যে সব থেকে কম সংখ্যক মানুষের দুর্ঘটনায় মৃত্যু হয়েছে কলকাতার রাস্তায়। কলকাতায় এক লক্ষ মানুষের মধ্যে ২.৩ শতাংশর পথ দুর্ঘটনায় মৃত্যুর রেকর্ড রয়েছে রিপোর্টে।
দিল্লিতে এক লাখ মানুষের মধ্যে ২৭.৭ শতাংশ এবং মুম্বইয়ে ৫০.২ শতাংশ মানুষের পথ দুর্ঘটনায় মৃত্যু হয়েছে গত বছর। যা কি না কলকাতার থেকে অনেকটা বেশি।
২০১৮ সালে কলকাতার রাস্তায় ৭৩৪টি পথ দুর্ঘটনা হয়েছিল। ২০১৯ সালে সেটা কমে দাঁড়িয়েছে ২৬৭টি। তবে মদ্যপ অবস্থায় গাড়ি চালানোয় কলকাতার রাস্তায় গত বছর ৭১টি পথ দুর্ঘটনা হয়েছে।