Hooghly: পরকীয়ায় চরম পরিণতি! মাঝরাস্তায় তিন মহিলার কাছে বেধড়ক মার...

Tue, 07 Jan 2025-10:22 pm,

বিধান সরকার: পরকীয়ায় ঝঞ্ঝাট, সমাজ মাধ্যমে ব্লক, রাস্তায় ধরে উত্তমমধ্যম। পুলিস তুলে নিয়ে গেল যুবককে।

কোন্নগর শকুন্তলা কালিবাড়ির মাঠে চলছে বইমেলা। বাইরে রাস্তায় সন্ধায় ব্যাপক ভিড়। হঠাৎ করেই দেখা যায় এক যুবককে কলার ধরে টানাটানি করছে তিন মহিলা। যুবক কিছু বলতে গেলেই চলছে চড় থাপ্পর। এমন নাটকীয় মুহুর্ত দেখে অনেকেই দাঁড়িয়ে পড়েন। 

রীতিমতো যানজট তৈরি হয় কোন্নগর স্টেশন যাওয়ার রাস্তায়। বেশ কিছুক্ষণ এমন নাটকীয়তা চলতে থাকে। পরে কোন্নগর ফাঁড়ির পুলিস এসে ওই যুবককে নিয়ে যায়।

জানা গিয়েছে, রিষড়ার বাসিন্দা ওই যুবকের সঙ্গে মহিলার পাঁচ বছর ধরে পরকীয়া সম্পর্ক। দুজনেই বিবাহিত। প্রেম এতটাই গভীর ছিল দুজনে বিবাহবিচ্ছেদ করে নিজেরা ঘর বাঁধার কথা ভেবেছিলেন। কিন্তু তা সম্ভব না হওয়ায় দুজনে একসঙ্গে বিষ পান করে আত্মহত্যা করবেন ঠিক করেন।

মহিলার দাবি, তিনি বিষ পান করলেও পিছিয়ে যায় তাঁর প্রেমিক। দু দিন যমে-মানুষে টানাটানির পর সুস্থ হয়ে বাড়ি ফেরেন মহিলা। এরপর থেকে সামাজিক মাধ্যমে সব জায়গায় তাঁকে ব্লক করে দেয় প্রেমিক যুবক। তারপর থেকে তাঁকে কিছুতেই ধরতে পারা যাচ্ছিল না। আজ কোন্নগর বইমেলার সামনে দেখতে পেয়ে তাঁকে চেপে ধরেন। যুবকের দাবি তাঁর থেকে তিন লাখ টাকা চেয়েছিল প্রেমিকা।

পুলিস জানিয়েছে দুজনেই বিবাহিত। তাদের মধ্যে বিবাহবহির্ভূত সম্পর্ক ছিল। দুপক্ষকেই ফাঁড়িতে ডাকা হয়েছে। অভিযোগ হলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link