দিদির গায়ে হলুদের অনুষ্ঠানে ফুলের সাজে সাজলেন `কৃষ্ণকলি` তিয়াসা
'কৃষ্ণকলি' অভিনেত্রী তিয়াসা রায়ের সঙ্গে নতুন করে আলাপ করানোর কিছু নেই। বাংলা ধারাবাহিক 'কৃষ্ণকলি'র দৌলতে এখন 'শ্যামা' অর্থাৎ তিয়াসা টেলিপর্দায় বেশ পরিচিত মুখ।
ছবি-ইনস্টাগ্রাম
সম্প্রতি, তিয়াসা রায়ের দিদির গায়ে হলুদের অনুষ্ঠানের ছবি উঠে এসেছে সোশ্যাল মিডিয়ার পাতায়। ইনস্টাগ্রামে ছবি পোস্ট করে তিয়াসা লিখেছেন, ''দিদির বিয়েতে''।
ছবি-ইনস্টাগ্রাম
দিদির গায়ের হলুদের অনুষ্ঠানে হলুদ সাজে তিয়াসা রায় যেন আরও উজ্জ্বল। হলুদ লং কুর্তার সঙ্গে হলুদ স্কার্টে সেজে উঠতে দেখা গেল তিয়াসাকে।
ছবি-ইনস্টাগ্রাম
পোশাকের সঙ্গে মানানসই ফুলের গয়নায় সেজেছিলেন তিয়াসা।
ছবি-ইনস্টাগ্রাম
ছবিগুলি পোস্ট করে একটির ক্যাপশানে তিয়াসা রায় লিখেছেন, ''প্রতিটা দিন যেন ঈশ্বরের আশীর্বাদ। একটা নতুন সূচনা, সবকিছুই সুন্দর।''
ছবি-ইনস্টাগ্রাম
কৃষ্ণকলি 'শ্যামা'র হলুদ রঙা সাজে মুগ্ধ তাঁর অনুরাগীরা।
ছবি-ইনস্টাগ্রাম
প্রসঙ্গত, কৃষ্ণকলির শ্যামা অবশ্য বহুদিন আগেই সুবান রায়ের সঙ্গে সাতপাকে বাঁধা পড়েছেন। অভিনয়ের পাশাপাশি জমিয়ে সংসারটাও করছেন তিয়াসা।
ছবি-ইনস্টাগ্রাম
গত অক্টোবরেই তৃতীয় বিবাহবার্ষিকী উদযাপন করেছেন তিয়াসা ও সুবান। ২০১৭য় সাতপাকে বাঁধা পড়েছিলেন তাঁরা।