Kriti Kharbanda`s Wedding: মায়ের ওড়না থেকে শুরু করে মুলতানি মাটি! বিয়ের অনুষ্ঠানে নতুনত্বের ছোঁয়া কৃতীর...
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: সম্প্রতি কৃতী খারবান্দা এবং পুলকিত সম্রাট। বিয়ের ছবি আগেই পোস্ট করেছিলেন তাঁরা।
এবার ধাপে ধাপে সোশ্যাল মিডিয়াতে বিয়ের অন্যান্য অনুষ্ঠানের ছবি পোস্ট করছেন তিনি। বিয়ের সব অনুষ্ঠানেই যেন নতুনত্বের ছাপ রেখেছেন তাঁরা।
সম্প্রতি চুড়া সেরেমনির ছবি ছেড়েছেন কৃতী, সেখানেই মায়ের ওড়না মাথায় দিয়ে চুড়া পড়তে দেখা গেছে তাঁকে। এই দিন নিওন সবুজ শাড়িতে সেজেছিলেন তিনি।
তাছাড়াও এর আগে সোশ্যাল মিডিয়াতে তাঁদের পোস্ট করা নতুনত্ব হলদির ছবিও সকলের নজর কেড়েছিল।
হলুদের জায়গায় এই তারকা দম্পতি তাঁদের হলদি সেরেমনিতে মেখেছিলেন মুলতানি মাটি, আর তা দেখেই চমকেছেন সকলেই।
তাছাড়াও দম্পতির সঙ্গীতের ছবিও দেখতে পাওয়া গেছে। বেগুনি লেহেঙ্গায় এইদিন কৃতীর দিক থেকে নজর ফেরানো যাচ্ছিল না।
নিজের ব্রাইডের হাতে মেহেন্দি অনুষ্ঠানে পুলকিতকে মেহেন্দিও পরিয়ে দিতে দেখে গেছে।
তবে সবথেকে অবাক করা বিষয় পুলকিতে বিয়ের পোশাক, কৃতীর থেকেও বেশি তাঁর পোশাকই সকলকে চমকে ছিল।