ভারতের বাজারে এল KTM RC125, জেনে নিন দাম, ফিচার্স

Fri, 21 Jun 2019-6:40 pm,

KTM-এর MotoGP-এর সুপারস্পোর্টস রেসিং বাইক RC16। সংস্থার দাবি, RC16-এর ডিজাইন-এর সঙ্গে সামঞ্জস্য রেখেই বানানো হয়েছে KTM RC 125। RC-সিরিজ-এর অন্যান্য বাইকগুলির সঙ্গেও এর লুকস্-এর মিলও লক্ষ্যণীয়।

এতদিন ভারতে KTM-এর সব থেকে সস্তার ফুল ফেয়ারড্ বাইক ছিল KTM RC 200। সেই KTM RC 200-মডেল এর সঙ্গে সামঞ্জস্য রয়েছে ktm RC 125-এর। বিশেষজ্ঞদের মতে RC200-এর ছোট সংস্করণ RC125। থাকছে টুইন হেডলাইট।ক্লিপ অন হ্যান্ডেল থাকছে। বাইক-এর কনসোল সম্পূর্ণ LCD।  সাদা-কমলা ও কালো-কমলা রঙে পাওয়া যাবে।

সার্ভিস রিমাইন্ডার, গিয়ার পজিশন, আরপিএস এলার্ট থাকছে। ১২৪.৭ সিসি লিকুইড কুলড ইঞ্জিন থাকছে। ১৪.৩ BHP। ১২ NS টর্ক। সিক্স স্পিড গিয়ার বক্স থাকছে RC 125-এ। সর্বোচ্চ গতিবেগ ১২০ কিলোমিটার প্রতি ঘন্টা। লিটার প্রতি ৪০-৪৫ কিলোমিটার মাইলেজ পাওয়া যাবে বলে দাবি সংস্থার। ০ থেকে ৬০ কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে পৌঁছতে সময় নেবে ৬ সেকেন্ড।

Duke 125 বাইকের সঙ্গে এই rc 125-এর ইঞ্জিন ও সাসপেনশন এর মিল রয়েছে। সিঙ্গল চ্যানেল এবিএস সিস্টম থাকবে এই মডেল-এ। 

 

ভারতে RC 125-এর দাম পারে ১.৪৭ লাখ টাকা (এক্স-শোরুম)। ভারতে KTM-এর সব থেকে সস্তার বাইক Duke 125-এর থেকে প্রায় ১৭,০০০ টাকা দাম বেশি এই বাইক-এর। এই সেগমেন্ট-এ Pulsar rs 200, Yamaha r15 বাইকগুলিকে টক্কর দেবে KTM rc 125। আজ থেকেই KTM-125-এর বুকিং শুরু।

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link