Kumar Sanu: হঠাত্ সুন্দরবনে হাজির কুমার শানু! কিন্তু কেন?
প্রসেনজিত্ সর্দার: ক্যানিংয়ে নিজের নামাঙ্কিত স্কুলে, পড়ে ইউটিউব চ্যানেলের গানের শ্যুটিংয়ে সুন্দরবনে কুমার শানু।
প্রখ্যাত সংগীতশিল্পী কুমার শানু তিনি তাঁর নিজস্ব ইউটিউব চ্যানেলের গানের শুটিংয়ের জন্য সুন্দরবন এলেন। কুমার শানু প্রথমেই তাঁর নামাঙ্কিত তৈরি ক্যানিংয়ের বাহিরবেনা এলাকায় স্কুলে উপস্থিত কুমার হন।
শিল্পীকে পুষ্পস্তবক দিয়ে শুভেচ্ছা জানান দিঘীরপাড় পঞ্চায়েত প্রধান শিলাদিত্য রায় ও উপ-প্রধান বিশ্ব দাস। সেখানে স্কুলের কচিকাঁচাদের সঙ্গে আনন্দ উপভোগ করেন।
পরে সেখান থেকে তিনি সুন্দরবনের বাসন্তীর সোনাখালি খেয়া ঘাটে যান। জলযানে চেপে সুন্দরবনের বিভিন্ন নদীতে শ্যুটিং করেন।
প্রখ্যাত সঙ্গীত শিল্পী কুমার শানু জানিয়েছেন, তাঁর নিজস্ব ইউটিউব চ্যানেল রয়েছে। চ্যানেলের একটি গানের শ্যুটিংয়ের জন্য তিনি সুন্দরবনে এসেছিলেন। আগামী দিনে গানটি তাঁর ইউটিউব চ্যানেলে দেখা যাবে। কুমার শানুকে দেখতে নদীর ঘাটে ভিড় জমায় কয়েকশো মানুষ। সেলফি তোলার হুড়োহুড়ি পড়ে যায় নিজের স্কুলে বা নদীর ঘাটগুলিতে।