সুশান্তের সঙ্গে বিচ্ছেদের পর কুশলের সঙ্গে সম্পর্কে জড়ান অঙ্কিতা?
অঙ্কিতা লোখন্ডের সঙ্গে সম্পর্কে জড়ান কুশল ট্যান্ডন? সম্প্রতি এমনই একটি খবর প্রকাশ্যে আসার পর রাগে ফেটে পড়েন টেলিভিশনের জনপ্রিয় অভিনেতা
সম্প্রতি একটি অনলাইন সংবাদমাধ্যমের খবরে প্রকাশ পায়, সুশান্তের সঙ্গে বিচ্ছেদর পরই কুশল ট্যান্ডনের সঙ্গে সম্পর্কে জড়ান অঙ্কিতা। সুশান্তের প্রাক্তন বান্ধবী তাঁর বোনের মতো। সুশান্ত ছিলেন তাঁর ভাইয়ের মতো। তাই এই ধরনের গুজবের কোনও মানে নেই বলে স্পষ্ট জানান কুশল ট্যান্ডন
নিজের সোশ্যাল হ্যান্ডেলে অঙ্কিতার সঙ্গে সম্পর্কের গুঞ্জনের খবরকে কার্যত নস্যাত করে দেন বিগ বসের এই জনপ্রিয় প্রতিযোগী
কে বা কারা এই ধরনের খবর ছড়াচ্ছেন, তা নিয়ে প্রশ্ন তোলেন কুশল
পাশাপাশি সুশান্তের মৃত্যুর মামলার সঙ্গে যেন তাঁর নাম কোনওভাবে জড়ানোর চেষ্টা না করা হয়, সে বিষয়ে সাবধান করে দেন কুশল ট্যান্ডন
প্রসঙ্গত বিগ বসের ঘরে থাককালীন গওহর খানের সঙ্গে সম্পর্কে জড়ান কুশল। তবে সেই সম্পর্ক বেশিদিন স্থায়ী হয়নি