১৮৮ বছরে প্রথম নতুন ব্রাঞ্চ খুলছে লা মার্টিনিয়র, সেপ্টেম্বরের শুরু অ্যাডমিশন
শ্রেয়সী গঙ্গোপাধ্যায়: ১৮৮ বছরে এই প্রথমবার। নিজেদের ব্রাঞ্চ খুলছে লা মার্টিনিয়র স্কুল। জানা গিয়েছে, বেহালা চৌরাস্তার কাছে অক্সফোর্ড মিশন স্কুলটি লিজে নিয়ে এই নতুন স্কুল তৈরি হবে।
প্রায় ৪০ একর জমির ওপরে তৈরি হবে নতুন স্কুলটি। নার্সারি থেকে শুরু করে ক্লাস টু পর্যন্ত মোট পাঁচটি ক্লাসে অ্যাডমিশন নেওয়া হবে ছাত্র-ছাত্রীদের।
চলতি বছর সেপ্টেম্বর থেকেই শুরু হবে অ্যাডমিশনের কাজ। জানানো হয়েছে অ্যাডমিশনের সময়ে ১০ জন করে ইন্টারভিউয়ের জন্য স্কুলে ডাকা হবে।
আগামী বছর থেকেই শুরু হবে স্কুল। ধাপে ধাপে চলবে স্কুল তৈরির কাজও। উল্লেখ্য যেহেতু বিশাল জায়গা নিয়ে স্কুল বিল্ডিং।
সেক্ষেত্রে শুধু পড়াশোনাই নয়, পাশাপাশি থাকবে ইন্ডোর, আউডডোর বহু অ্যাকটিভিটির ব্যবস্থাও। সবমিলিয়ে শুরু হয়ে গিয়েছে স্কুলের কাজ। আগামী বছর থেকেই পুরো দমে পঠনপাঠন চলবে নতুন স্কুলে।