চিত্তরঞ্জন থেকে রাজভবন, একাধিক দাবিতে লং মার্চে শ্রমিক সংগঠন

Sat, 30 Nov 2019-5:03 pm,

 চিত্তরঞ্জন রেল ইঞ্জিন কারখানার গেট থেকে শুরু হয়ে কলকাতার রাজ ভবন পর্যন্ত শ্রমিকদের লং মার্চ। ছবি: মৌমিতা চক্রবর্তী

শ্রমিক সংগঠনগুলির ডাকে একাধিক দাবি নিয়ে ১১ ডিসেম্বর কোলকাতার রাজভবনে শেষ হবে এই লং মার্চ। ছবি: মৌমিতা চক্রবর্তী

বন্ধ কলকারখানা খোলা, বেসরকারিকরণের প্রতিবাদ-সহ একাধিক দাবিতেই এই লং মার্চ। ছবি: মৌমিতা চক্রবর্তী

শিল্পাঞ্চল ছাড়াও দেশের বিভিন্ন প্রান্ত থেকে দেশের বহু মানুষ এখানে অংশ নিয়েছেন। ছবি: মৌমিতা চক্রবর্তী

লং মার্চের সূচনায় উপস্থিত ছিলেন বাসুদেব আচার্য, অনাদি শাহু, শ্যামল চক্রবর্তী, কামারুজ্জামান কামার, বংশগোপাল চৌধুরী, নরেন চট্টোপাধ্যায়, রামচন্দ্র সিংহ-সহ শ্রমিক সংগঠনের অন্যান্য় নেতারা।  ছবি: মৌমিতা চক্রবর্তী

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link