ল্যাকমে ফ্যাশন উইক ২০১৯: র্যাম্পে হাঁটলেন তারা, পূজা, ডায়না
রমরমিয়ে চলছে ল্যাকমে ফ্যাশন উইকের উইন্টার ফেস্টিভ্যাল। চতুর্থ দিনে র্যাম্প মাতালেন অভিনেত্রী তারা সুতারিয়া, পূজা হেগড়ে ও ডায়ানা পেন্টি।
ডিজাইনার ঋতু কুমারের জন্য শো স্টপার হয়েছিলেন 'স্টুডেন্ট অফ দ্য ইয়ার' খ্যাত অভিনেত্রী তারা সুতারিয়া। 'বোহো লুক'-এ দেখা গেল তাঁকে।
বেগুনি রঙের চিকনকারির কাজ করা লেহেঙ্গায় দেখা গেল পূজা হেগড়েকে। সঙ্গে পরেছিলেন মানানসই কুন্দনের গয়না।
ডিজাইনার জয়ন্তী রেড্ডির জন্য শো স্টপার হয়েছিলেন পূজা।
রিদ্ধি মেহরার ডিজাইন করা সাদা লেহেঙ্গায় র্যাম্পে হাঁটলেন অভিনেত্রী ডায়না পেন্টি।