Darjeeling: ধসে বিপর্যস্ত দার্জিলিংয়ের একাধিক জায়গা, লাভা-লোলেগাঁও-রিশপে আটকে বহু পর্যটক
প্রবল বৃষ্টিতে বিপর্যস্ত দার্জিলিং সহ উত্তরবঙ্গের এক বিরাট অংশ। সিকিম, কালিম্পংয়ের সঙ্গে উত্তরবঙ্গের যোগাযোগ প্রায় বিচ্ছিন্ন।
দার্জিলিংয়ের অধিকাংশ পর্যটন কেন্দ্রগুলিতে ধস নেমেছে। তার উপরে রয়েছে প্রবল বৃষ্টি। লাভা, জান্দি-সব বিভিন্ন এলাকার একই অবস্থা।
লাগাতার বৃষ্টির জেরে ধস নেমেছে ১০ নম্বর জাতীয় সড়কে। এর ফলে লাভা রোডের একাংশ ধুয়ে-মুছে গিয়েছে। বিজনবাড়ি, রিমবিকের মতো এলাকাতেও নেমেছে ধস।
১০ নম্বর জাতীয় সড়কের অন্তত ১২টি জায়গায় ধস নেমেছে। এর ফলে শিলিগুড়ির সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছে।
লাভার রাস্তায় বহু জায়গায় ধস নেমেছে। বহু জায়গায় ফাটল দেখা গিয়েছে। বন্ধ হয়ে গিয়েছে জান্দির রাস্তাও।
দার্জিলিংয়ের বিভিন্ন জায়গা ধসের ফলে যোগাযোগ বিচ্ছিন্ন। ফলে দার্জিলিং, লাভা, লোলেগাঁও, রিশপে আটকে রয়েছেন কয়েক হাজার পর্যটক। ৫৫ নম্বর জাতীয় সড়কে ধস নেমেছে। ফলে ঘুরপথে রোহিনী রোড ধরে চলছে গাড়ি।
শিলিগুড়ি পুলিস জানিয়েছে, ১০ নম্বর জাতীয় সড়কে ধস নেমেছে। রাস্তা মেরামতি করতে সময় লাগবে। শিলিগুড়ি থেকে গাড়ি করোনেশন সেতু হয়ে রংপোর দিকে ঘুরিয়ে দেওয়া হচ্ছে।
দার্জিলিংয়ের গ্রামীণ এলাকায় ছোট ছোট ধস নেমেছে। গরুবাথান, কালিম্পংয়ের রাস্তা বন্ধ।ধস নেমেছে ৬ মাইল ও ৯ মাইল এলাকায়। রাস্তা কবে ঠিক হবে তা জানা যাচ্ছে না। ছবি-সোশ্যাল মিডিয়া