অবৈধ বোলিং অ্যাকশন, নির্বাসিত লঙ্কার `রহস্যজনক স্পিনার`
গত বছর ভারতের বিরুদ্ধে একটি একদিনের ম্যাচে ছয় উইকেট তুলে বিশ্ব ক্রিকেটের নজরে পড়েছিলেন তিনি। তার পর থেকে আন্তর্জাতিক মঞ্চে একের পর এক ভাল পারফরম্যান্স করেছেন।
শ্রীলঙ্কার ক্রিকেটে তিনি মিসট্রি স্পিনার নামে খ্যাত। সেই আকিলা ধনঞ্জয়কে এবার নির্বাসনে পাঠাল আইসিসি। তাঁর বিরুদ্ধে অবৈধ বোলিং অ্যাকশনের অভিযোগ উঠেছে।
গত মাসে ইংল্যান্ড-শ্রীলঙ্কা টেস্ট সিরিজের প্রথম ম্যাচে ধনঞ্জয়ের বোলিং অ্যাকশনে সন্দেহ প্রকাশ করেন আম্পায়ার ক্রিস গ্যাফানি ও এরামুস। গলে অনুষ্ঠিত সেই টেস্টে ধনঞ্জয় বোলিং করেছিলেন ৩৮.৫ ওভার। রান দেন ১৩৮। তার পরই ধনঞ্জয়ের বোলিং অ্যাকশন নিয়ে রিপোর্ট জমা দেন দুই আম্পায়ার।
ধনঞ্জয়ের বিরুদ্ধে অভিযোগ, বোলিংয়ের সময় তাঁর কনুই ১৫ ডিগ্রির বেশি বেঁকে যাচ্ছে। আম্পায়ারদের রিপোর্ট পাঠানো হয়েছিল ব্রিসবেনে। সেখানেই ভিডিও ফুটেজ খতিয়ে দেখা হয়।
আইসিসির পক্ষ থেকে জানানো হয়েছে, ঘরোয়া ক্রিকেটে খেলে নিজের বোলিং অ্যাকশন শোধরাতে পারবেন তিনি। তবে আন্তর্জাতিক ক্রিকেট থেকে নির্বাসিত থাকতে হবে বছর পঁচিশের লঙ্কান স্পিনারকে।
দেশের হয়ে এখনও পর্যন্ত পাঁচটি টেস্ট. ৩০টি একদিনের ম্যাচ ও ১৬টি টি-২০ ম্যাচ খেলেছেন ধনঞ্জয়। তাঁর টেস্ট অভিষেক হয়েছিল এ বছরই। বাংলাদেশের বিরুদ্ধে।