Deadly Road Accident: বীভৎস মৃত্যু সংগীতশিল্পীর! রাস্তা থেকে গাড়ি সটান গিয়ে পড়ল খাদে...

Soumitra Sen Thu, 12 Dec 2024-2:56 pm,

মার্কিন যুক্তরাষ্ট্রের জনপ্রিয় সংগীতশিল্পী ও গীতিকার ল্যারিসা জেই (৪০) সড়ক দুর্ঘটনায় মারা গেলেন।

মার্কিন যুক্তরাষ্ট্রের ন্যাশভিলেতে এই দুর্ঘটনাটি ঘটেছে। শিল্পীর গাড়িটি খাদে পড়ে গিয়েছিল। মৃত্যু হয়েছে ল্যারিসার।

ল্যারিসা জেই ন্যাশভিলের লোয়ার ব্রডওয়েতে প্রখ্যাত সংগীতশিল্পী জাস্টিন টিম্বারলকের টুয়েলভ থার্টি ক্লাবের একমাত্র কৃষ্ণাঙ্গ নারী ছিলেন।

ল্যারিসা জেই তাঁর কমিউনিটিতে খুবই বিশিষ্ট একটি নাম। প্রায় ৩০ হাজার শ্রোতার সামনে পারফর্ম করার বিরল নজির তিনি স্থাপন করেছিলেন খুব অল্প বয়সেই।

লরেন ডায়গল, ড্যানি গোকে, ক্য়ারি আন্ডারউড ও কেভিন ম্যাক্সের মতো শিল্পীদের সঙ্গে কাজ করেছেন ল্যারিসা জেই।

মাত্র ষোলো বছর বয়স থেকে তিনি 'ক্রিশ্চিয়ান মিউজিক' রচনা করে আসছেন। এবং প্রায় ওই বয়স থেকেই তিনি নিয়মিত রেকর্ডিংও করে আসছেন। 'বার্মিংহাম', 'জাস্ট লাইক দ্য়াট', 'দ্য থটস দ্যাট হ্যাপেন' তাঁর মনে রাখার মতো কাজ। তাঁর শেষতম 'আই ডোন্ট ডু লাভ' (মধ্য-সেপ্টেম্বরে রেকর্ড করা) যেন এখনও বাজছে শ্রোতার কানে!

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link