12 December 2024, 09:15 AM
India-Bangladesh: অরাজকতার বাংলাদেশে জঙ্গিদের বাড়বাড়ন্ত?। বিজয় দিবসের আগে ভারত-বাংলাদেশ সীমান্তে সতর্কবার্তা। মালদহ-মুর্শিদাবাদে সীমান্তে সতর্কবার্তা কেন্দ্রীয় গোয়েন্দাদের। নির্দিষ্ট তথ্যের ভিত্তিতে সতর্ক করেছেন গোয়েন্দারা, সূত্রের খবর।
12 December 2024, 09:15 AM
Baruipur: দোলনায় উঠে রিলস ও সেলফি তোলার জেরে দুর্ঘটনা ৷ ঘটনায় আহত দুই ৷ এক মহিলা ও কিশোরী আহত হয়েছেন এই ঘটনায় ৷ ঘটনাটি ঘটেছে বারুইপুরের মিলন মেলায় ৷ বুধবার রাতে এই দুর্ঘটনা ঘটে ৷ সাথে সাথেই তাদের বারুইপুর মহকুমা হাসপাতালে নিয়ে আসা হয় ৷ অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের কলকাতার হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে ৷ কিভাবে দুর্ঘটনা ঘটল তা খতিয়ে দেখছে বারুইপুর থানার পুলিস৷
12 December 2024, 09:00 AM
Jammu & Kashmir: ভূস্বর্গে সন্ত্রাস দমন অভিযানে সাফল্য। বিপুল অস্ত্র উদ্ধার করল জম্মু-কাশ্মীর পুলিস ও সেনা। জঙ্গিদের গোপন ডেরায় যৌথ অভিযান পুলিস ও সেনার। জম্মু-কাশ্মীরের রিয়াসি জেলায় যৌথ অভিযান। উদ্ধার একে ফর্টি সেভেন, কার্তুজ, পিস্তল, গ্রেনেড।