এ বছরের শেষ Solar Eclipse! ভারত থেকে কি দেখা যাবে? জেনে নিন সময়
আগামি কাল, ডিসেম্বরের ৪ এ বছরের শেষ সূর্যগ্রহণ। আন্টার্কটিকা থেকে এটি দেখা যাবে। যেহেতু পূর্ণগ্রাস গ্রহণ, তাই গোটা সূর্যই ঢেকে যাবে চাঁদে।
ভারত থেকে এই গ্রহণ দেখা যাবে না। দক্ষিণ আফ্রিকার কোনও কোনও অংশ থেকে, নামিবিয়া থেকে আংশিক সূর্যগ্রহণ দেখা যাবে।
এছাড়াও গ্রহণ দেখা যাবে অস্ট্রেলিয়া, দক্ষিণ আমেরিকা, প্রশান্ত মহাসাগর, আটলান্টিক মহাসাগর, ভারত মহাসাগর এবং আন্টার্কটিকা থেকে।
ডিসেম্বর সকাল ১০টা ৫৯ মিনিটে শুরু হবে এই গ্রহণ। তবে পূর্ণ গ্রাস শুরু হবে বেলা সাড়ে বারোটা নাগাদ। গ্রহণ তার চূড়ান্ত পর্বে পৌঁছবে দুপুর ১টা ৩ মিনিটে। গ্রহণ চলবে মোট ৪ ঘণ্টা ৮ মিনিট ধরে।
যাঁরা মহাজাগতিক ঘটনা পর্যবেক্ষণের সঙ্গে যুক্ত থাকেন তাঁদের পক্ষে আগামি কাল দিনটি খুবই রোমাঞ্চকর। কেননা, এই সব পর্যবেক্ষণ থেকেই উঠে আসে আরও নানা নতুন নতুন চমকপ্রদ তথ্য।
নাসা'র বিজ্ঞানীরা আগামি কাল সকাল থেকেই এই পূর্ণগ্রাস সূর্যগ্রহণ পর্যবেক্ষণ করতে বসে যাবেন। এসব ক্ষেত্রে প্রতিবার যেসব সতর্কতার কথা বলা হয়ে থাকে, এবারও সেসব বলা হচ্ছে। যেমন খালি চোখে সূর্যগ্রহণ না দেখা ইত্যাদি।