নিজের বন্দুক দিয়েই আত্মঘাতী আইনজীবী, দমদমের আবাসন থেকে উদ্ধার দেহ
নিজের বন্দুক দিয়েই আত্মঘাতী হলেন বছর ৬৫-র আইনজীবী। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। দীর্ঘ ২৫ বছর ধরে দমদম মল রোডের এই অভিজাত আবাসনেই থাকতেন পেশায় সেলস ট্যাক্সের প্রাক্তন আইনজীবী বিজলিকান্ত ভট্টাচার্য।
পুলিস সূত্রে খবর, রবিবার বিকেল ৪টে নাগাদ নিজের বন্দুক দিয়েই আত্মঘাতী হন তিনি। জানা গিয়েছে, ঘটনা সময় ফ্ল্যাটেই ছিলেন তাঁর স্ত্রী ও কন্যা ছিলেন। ঘটনার সময়ে বন্দুকের আওয়াজ শুনে প্রতিবেশীরা ছুটে আসে।
এরপর তাঁরাই দমদম থানায় খবর দেন। দমদম থানার পুলিস এসে দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়। কী কারণে আইনজীবী আত্মঘাতী হলেন তা খতিয়ে দেখা হচ্ছে।
ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে দমদম থানার পুলিস। মৃতের পরিবারের সদস্যদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। বিজলিকান্ত ভট্টাচার্যের কোনও অবসাদ ছিল কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে।
আবাসনের অন্যান্য আবাসিকরা জানিয়েছেন, দু'দিন আগেই সকলের সঙ্গে স্বাভাবিকভাবেই কথা বলেছেন বিজলিকান্তবাবু। সে সময় কিছুই বুঝতে পরেননি বাকিরা। মর্মান্তিক এই ঘটনায় শোকের ছায়া আবাসনে।