পরনে শাড়ি, মুখে অদ্ভুত আওয়াজ, আশুতোষ রানার `সংঘর্ষ`এর অনুকরণে অক্ষয়ের `লক্ষ্মী বম্ব`!!
শুক্রবারই মুক্তি পেয়েছে অক্ষয় কুমার অভিনীত 'লক্ষ্মী বম্ব'-এর ট্রেলার। ট্রেলারের শেষের দিকে হাতে চুড়ি, কপালে লাল বড় টিপ, পরনে শাড়ি অন্যরকম লুকে দর্শকদের চমকে দিয়েছেন অক্ষয় কুমার। ট্রেলারে তাঁর মুখ দিয়ে বের করা অদ্ভুত আওয়াজে চমকে যেতে হয়।
অক্ষয়ের 'লক্ষ্মী বম্ব'-এর ট্রেলারের সঙ্গে ১৯৯৯ সালে মুক্তি পাওয়া আশুতোষ রানার 'সংঘর্ষ' ছবির দৃশ্যের সঙ্গে তুলনা টেনেছেন নেটিজেনদের একাংশ। কিছু লোকজনের দাবি 'লক্ষ্মী বম্ব'-এর দৃশ্য আশুতোষ রানার সংঘর্ষের 'কপি ক্যাট'।
এক নেটজেন 'লক্ষ্মী বম্ব'-এর অক্ষয় ও 'সংঘর্ষ'-এর আশুতোষ রানার ছবি পাশাপাশি রেখে লিখেছেন অক্ষয় অসাধারণ অভিনেতা সন্দেহ নেই, তবে আশুতোষ রানা লেজেন্ড।
একজন লিখেছেন, 'আশুতোষ রানার মত এত ভালো বৃহন্নলার চরিত্রে বলিউডের আর কেউই অভিনয় করতে পারবেন না।'
একজন লিখেছেন ''১৯৯৯ সালে আশুতোষ রানার 'সংঘর্ষ' আর ২০২০তে অক্ষয় কুমারার 'লক্ষ্মী বম্ব', কপি ক্যাট।''
একজন লিখেছেন ''আমি অক্ষয়ের ভক্ত তাতে সন্দেহ নেই, তবে আমি যখন আশুতোষ রানার সংঘর্ষ, তখন ওই দৃশ্য রীতিমত ভীতি তৈরি করেছিল।''
এক নেটিজেনের দাবি, আশুতোষ রানার সংঘর্ষ থেকে কপি করেছেন অক্ষয়। আশুতোষ রানার থেকে কেউ ভালো অভিনয় করতে পারেন না।