নতুন বছরে `বিশুদ্ধভাবে` কাজ করার বার্তা দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের
NRC ও CAA-কে হাতিয়ার করেই পুরসভা নির্বাচনে এগোবে তৃণমূল। বাইশতম প্রতিষ্ঠা দিবসে তৃণমূল ভবনে পতাকা উত্তোলন করে বললেন, দলের সর্বভারতীয় সভাপতি সুব্রত বক্সী। ছবি: কমলিকা সেনগুপ্ত
নাগরিক সংশোধনী আইনের প্রতিবাদে আজ গোটা রাজ্যে একেবারে তৃণমূল স্তর পর্যন্ত নাগরিক দিবস পালন করছে তৃণমূল। সুব্রত বক্সীর দাবি, বাংলার মানুষ বিজেপিকে প্রত্যাখ্যান করেছে। ছবি: কমলিকা সেনগুপ্ত
পাশাপাশি কার্তিক বন্দ্যোপাধ্যায় এদিন বলেন, তৃণমূলে অনেক জায়গা থেকে লোক আসবে কিন্তু পরিশ্রুত জলের মতো দলকে ভাল লোকদের দিয়েই কাজ করাতে হবে। ছবি: কমলিকা সেনগুপ্ত
দল কলেবরে বড়ো হয়েছে অনেক রকম লোক আসবে কিন্তু বিশুদ্ধভাবে কাজ করতে হবে এটাই বার্তা দিয়েছেন মমতা। প্রতিষ্ঠা দিবসে এমনটাই বললেন কার্তিক বন্দ্যোপাধ্যায়। ছবি: কমলিকা সেনগুপ্ত
অন্যদিকে, সকালেই টুইট করে দিনটিকে নাগরিক দিবস হিসেবে পালনের সিদ্ধান্ত নিয়েছেন দল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ছবি: কমলিকা সেনগুপ্ত