রেশন দুর্নীতির অভিযোগে রেড রোডে বিক্ষোভ দেখিয়ে গ্রেফতার বিমান বসু, সুজন চক্রবর্তী, সূর্যকান্ত মিশ্র
রেশন দুর্নীতি, প্রতিশ্রুতিভঙ্গ, পরিযায়ী শ্রমিকদের ফেরানো, সঠিক চিকিৎসা পরিকাঠামো-সহ একাধিক দাবিতে রেড রোডে বামেদের বিক্ষোভ।
উল্লেখ্য, রেড রোড 'রেড জোন'এর আওতার বাইরে, তাই এইস্থলকেই বিক্ষোভকেন্দ্র হিসাবে বেছে নেন বাম নেতারা।
মুখে মাস্ক পরে, প্ল্যাকার্ড হাতে বিক্ষোভ দেখান বিমান বসু, মহম্মদ সেলিম, সুজন চক্রবর্তীরা। তাঁদের বক্তব্য, রাজ্যের রেশন নিয়ে দুর্নীতি চলছে। করোনা নিয়ে সঠিক তথ্য দিচ্ছে না রাজ্য সরকার। চিকিত্সা পরিকাঠামো আরও উন্নত করা প্রয়োজন। লকডাউনের মধ্যেও মানুষের স্বার্থেই তাঁরা পথে নামতে বাধ্য হয়েছেন বলে জানালেন বাম নেতারা। তবে বিক্ষোভ দেখালেও যথাযথ স্বাস্থ্যবিধি মেনে, সামাজিক দূরত্ব বজায় রেখে তাঁরা বিক্ষোভ দেখান।
খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিস। বিমান বসু, সূর্যকান্ত মিশ্র, মহম্মদ সেলিম-সবাইকে গ্রেফতার করে পুলিস। বাকিদেরও হটিয়ে দেওয়া হয়।