Lesbian Romance Web Series: দুই নারীর সমকামিতা নিয়ে তৈরি কিছু বোল্ড ওয়েবসিরিজ, পরিবারের সঙ্গে যেগুলি দেখা অসম্ভব
নিজস্ব প্রতিবেদন: বেশিরভাগ ওয়েব সিরিজেই বোল্ড কনটেন্টের আধিক্য। তার মধ্যে এমন কিছু ওয়েবসিরিজ আছে যা তৈরি হয়েছে দুই নারীর সমকামিতা নিয়ে। কিন্তু সেই সিরিজ পরিবারের সঙ্গে দেখা অসম্ভব। তারমধ্যে অন্যতম কবিতা রাধেশ্যামের ওয়েবসিরিজ কবিতা ভাবী। উল্লু অ্যাপে মুক্তি পেয়েছিল এই সিরিজ।
২০১৮ সালে মুক্তি পেয়েছিল একতা কাপুরের ওয়েব সিরিজ গন্দী বাত। লেসবিয়ন রোমান্সে দেখা গিয়েছিল ফ্লোরা সৈনী ও অন্বেষী জৈনকে। এই ওয়েব সিরিজ সার্চ করেছিল প্রায় ২ কোটি মানুষ।
বিক্রম ভট্টের ওয়েবসিরিজ টুইস্টেড, এটি মূলত একটি মার্ডার মিস্ট্রি। এই ওয়েবসিরিজে সমকামী চরিত্রে নজর কেড়েছিলেন নিয়া শর্মা।
মায়া সিরিজের দ্বিতীয় সিজনে বোল্ড কনটেন্ট ছিল সীমাহীন। প্রিয়ল গৌর ও লীনা জুমানির বোল্ড সিন হার মানিয়েছিল পুরুষ নারীর যৌনতাকেও।
অল্ট বালাজির আরেক ওয়েবসিরিজ বেকাবু টু। পৌলমী দাস ও শুভা রাজপুতকে সমকামীর চরিত্রে দেখা গিয়েছিল এই সিরিজে। এই সিরিজের ক্লিপ ভাইরাল হয়ে গিয়েছিল নেটদুনিয়ায়।