আর মিলবে না LG Smartphones, ব্যবসার ঝাঁপ বন্ধ করল কোরিয়ান সংস্থা

Subhankar Mitra Mon, 05 Apr 2021-4:16 pm,

নিজস্ব প্রতিবেদন: জল্পনা চলছিল। সেটাই সত্যি হল। স্মার্টফোনের বাজার থেকে হাত তুলে নিল এলজি (LG)। স্মার্টফোন উৎপাদনে ঝাঁপ বন্ধ করল এই কোরিয়ান সংস্থা। এলজি স্মার্টফোনের গ্রাহকরা বিক্রয়পরবর্তী পরিবেষা পাবেন। 

ভারতে এলজি স্মার্টফোনের তেমন বিক্রিবাটা নেই। তবে উত্তর আমেরিকার স্মার্টফোন বাজারের ১০ শতাংশ এলজি-র দখলে। অ্যাপেল ও স্যামসাঙের পরে তৃতীয়স্থানে। 

তবে গত ৬ বছর ধরে স্মার্টফোন ব্যবসায় লাভের মুখ দেখেনি। প্রায় ৩৩,০১০ কোটি টাকার লোকসান করেছে সংস্থা। তারা জানিয়েছে, স্মার্টফোন উৎপাদন বন্ধ করে ইলেকট্রিক যানের যন্ত্রাংশ, সংযোগকারী যন্ত্র, স্মার্টহোমের সরঞ্জাম ও আর্টিফিসিয়াল ইনটেলিজেন্স নির্মাণে মনোনিবেশ করবে। 

মোবাইল উৎপাদন বন্ধ করলেও বর্তমান গ্রাহকদের বিক্রয়পরবর্তী পরিষেবা দেবে সংস্থা। দক্ষিণ কোরিয়ায় স্মার্টফোন উৎপাদন ইউনিটের কর্মীদের অন্য ডিভিশনে চাকরি দেওয়া হবে। বাকি দেশগুলির ক্ষেত্রে সিদ্ধান্ত নেবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। 

 

চিনা স্মার্টফোন সংস্থাগুলির সঙ্গে প্রতিযোগিতায় এঁটে উঠতে পারছে না এলজি। বিক্রিও তলানিতে। ঘুরে দাঁড়াতে বেশ কয়েকটি নতুন স্মার্টফোন বাজারে আনে সংস্থা। কিন্তু, গ্রাহকদের মন জয় করতে পারেনি তারা। রিপোর্ট বলছে, স্যামসাং ও এলজি-র ফোনের দাম বেশি। তার তুলনায় চিনা সংস্থাগুলির কমদামি ফোনই পছন্দ করছেন গ্রাহকরা। 

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link