New Jeevan Shanti Yojana:একবার টাকা দিন, সারাজীবন পেনশন দেবে LIC
নিজস্ব প্রতিবেদন: নতুন বছরে লাইফ ইনসিওরেন্স কর্পোরেশন অফ ইন্ডিয়া নিয়ে আসেছে দুর্দান্ত সুযোগ। একবার টাকা দিলেই সারাজীবন পেনশন দেবে LIC। New Jeevan Shanti Yojanaর আওতায় পাওয়া যাবে এই সুযোগ।
এই স্কিমের আওতায় আপনি অপসরের পর আপনি প্রতিমাসে টাকা পাবেন। এই পলিসিতে বিনিয়োগের জন্য বেশ কিছু বিকল্প রয়েছে। এই স্কিমের আওতায় আপনি পেনশন নেওয়ার সময় নির্ধারিত করতে পারবেন।
এই পলিসিতে আপনার বয়স হতে হবে কমপক্ষে ৩০ বছর। কিন্তু এখনই পেনশন চাইলে বয়স ৮৫র বেশি হওয়া চলবে না।
যদি ধরে নেওয়া যায়, কোনও পলিসি গ্রাহক ৫০ বছর বয়সে ১০ লক্ষ টাকার বিকল্প পছন্দ করেন। সেক্ষেত্রে তাঁকে এককালীন ১০ লক্ষ ১৮ হাজার টাকা প্রিমিয়ম জমা দিতে হবে। এই বিনিয়োগের পরে প্রতিমাসে তিনি ৫৬১৭ টাকা করে পেনশন পাবেন। অর্থাৎ বছরে পাবেন প্রায় ৬৫ হাজার টাকা। মৃত্যুর পর সেই পেনশন আসা বন্ধ হয়ে যাবে।
আরেক বিকল্পের মধ্যে, ৮.৭৯ থেকে ২১.৬ শতাংশ পেনশনের সুবিধা রয়েছে। এই পলিসি করা থাকলে লোনের সুবিধাও পাবেন তাঁরা।
LIC এই প্ল্যানে আপনাকে এককালীন বিনিয়োগ করতে হবে। যার পর থেকে পেনশন পাবেন সারা জীবন। এই স্কিমটি মা-বাবা বা ভাই-বোনের সঙ্গে জয়েন্টেও খোলা যেতে পারে। সর্বোচ্চ বিনিয়োগের কোনও সীমা নেই।