একে-৪৭ হাতে কাশ্মীরে টহল দেওয়া শুরু ধোনির
সেনার উর্দিতে নতুন ইনিংস শুরু করলেন এম এস ধোনি। একে-৪৭ হাতে নিয়ে কাশ্মীরে টহল দেওয়া শুরু করেছেন বিশ্বকাপজয়ী ভারতীয় অধিনায়ক। আগামী পনেরো দিন টেরিটোরিয়াল আর্মির সাম্মানিক লেফটেন্যান্ট কর্নেল-এর দায়িত্ব পালন করবেন তিনি।
ধোনি যে দলের সঙ্গে কাশ্মীরের বিভিন্ন প্রান্তে টহল দেবেন, তার ‘ভিক্টর ফোর্স’। আগামী পনেরো দিন সেনার যাবতীয় দায়িত্ব পালন করবেন তিনি। ১০৬ টিএ ব্যাটেলিয়ন (প্যারা)-এর হয়ে টহল দেবেন ধোনি।
এক সেনা কর্তা জানিয়েছেন, টহলদারি প্রশিক্ষণের অঙ্গ। এর আগে প্যারাট্রুপার হিসাবে প্রশিক্ষণ নিয়েছেন ধোনি। প্যারাশুট জাম্পিং করেছিলেন তিনি। এবার গ্রাউন্ড ট্রেনিং-এর অংশ হিসাবে টহল দেওয়া শুরু করলেন তিনি।
প্রসঙ্গত, ২০১১ সালে টেরিটোরিয়াল আর্মির সাম্মানিক লেফটেন্যান্ট কর্নেল-এর পদ গ্রহণ করেন ধোনি। তার পর একাধিকবার ধোনিকে সেনা ছাউনিতে দেখা গিয়েছে। এবার ক্যারিবিয়ান সফর থেকে নিজেকে সরিয়ে ধোনি সেনার ডিউটি পালন করতে গিয়েছিলেন। ভারতীয় ক্রিকেট বোর্ড-এর কাছে দুমাসের ছুটি চেয়ে নিয়েছিলেন ধোনি।