চুল কাটেননি ৮০ বছর, সাড়ে ১৬ ফুট লম্বা জটা! নেট দুনিয়ায় ভাইরাল ৯২ বছরের বৃদ্ধ
বিগত ৮০ বছর ধরে চুল কাটেননি। এই দীর্ঘ সময় ধরে চুলে চিরুনিও ছোঁয়াননি তিনি। ফলে চুল ধীরে ধীরে জটায় পরিনত হয়েছে আর এই জটা ৮০ বছর ধরে বাড়তে বাড়তে এখন লম্বায় প্রায় সাড়ে ১৬ ফুট (৫ মিটার)!
বর্তমানে এই সাড়ে ১৬ ফুট লম্বা জটার দৌলতে নেট দুনিয়ায় রীতিমতো ভাইরাল হয়ে উঠেছেন অশীতিপর এই বৃদ্ধ। তাঁর বয়স এখন ৯২ বছর!
ভিয়েতনামের ৯২ বছরের বৃদ্ধ নুগেইন ভ্যান চিয়েন নাকি বিগত ৮০ বছর ধরেই চুল কাটেন না, আঁচড়ান না, এমনকি জলও লাগান না। তবে চুলে যাতে ধুলো, ময়লা না লাগে, তার জন্য কাপড় জড়িয়ে বেঁধে রাখেন।
বৃদ্ধ নুগেইন জানান, ছোটবেলা থেকেই তাঁর চুলের জট ছাড়াতে বেশ সমস্যায় পড়তে হত। তিনি যখন তৃতীয় শ্রেণির ছাত্র, তখন থেকেই চুল কাটা, আঁচড়ানো বা জল দেওয়া— একে একে বন্ধ করে দেন তিনি।
বৃদ্ধ নুগেইনের বিশ্বাস, চুল কেটে ফেললেই তাঁর মৃত্যু হবে। বৃদ্ধের পঞ্চম পুত্র, নুগেইন ওয়েন লুমম বর্তমানে বাবার চুলের যত্ন নিতে সাহায্য করে। পরিবারের প্রায় সকলেই বিশ্বাস করেন যে, চুল কাটা মানুষের পক্ষে ক্ষতিকর হতে পারে!