WB Weather Update: ভয়ংকর তাপপ্রবাহ থেকে আপাতত রেহাই নেই, বৃষ্টি কবে জানাল আবহাওয়া দফতর
প্রবল গরমে পুড়েছে দক্ষিণবঙ্গ। রাজ্যের কোনও কোনও জায়গায় তাপমাত্রা রাজস্থানের কোনও কোনও জায়গাকেও পেছনে ফলে দিয়েছে। গতকাল কলাইকুন্ডার তাপমাত্রা ছিল ৪৭.২ ডিগ্রি, গত কয়েক দশকে যা রেকর্ড। হিটওয়েভ থেকে এখনও রেহাই পাওয়ার কোনও সম্ভাবনা নেই। তবে সপ্তাহের শেষে এই যন্ত্রণা থেকে মুক্তির একটা সম্ভাবনা রয়েছে। আলিপুর আবহাওয়া দফররের পূর্বাভাস হল দক্ষিণবঙ্গে আগামী ৪ তারিখ পর্যন্ত সব জেলায় হিট ওয়েভের সতর্কবার্তা রয়েছে। দুই বর্ধমান, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বীরভূম, মুর্শিদাবাদ, বাঁকুড়া, পুরুলিয়া জেলায় তাপপ্রবাহের চরম সতর্কতা দেওয়া হয়েছে। কলকাতা সহ দক্ষিণবঙ্গের বাকি সব জেলাতেই তাপপ্রবাহ চলবে শনিবার পর্যন্ত। উত্তর ও দক্ষিণ ২৪ পরগনাতেও চরম তাপপ্রবাহের পরিস্থিতি তৈরি হতে পারে। বর্ধমান এবং বীরভূমে গরম ও অস্বস্তিকর রাতের সতর্কতা রয়েছে। -তথ্য-অয়ন ঘোষাল
উত্তরবঙ্গে দার্জিলিং এবং কালিম্পংয়ে বৃষ্টি চলবে। আজ থেকে বৃষ্টি বাড়বে আলিপুরদুয়ার জলপাইগুড়ি এবং কোচবিহার জেলাতে। নিচের দিকের তিন জেলাতে তাপপ্রবাহের পরিস্থিতি। আগামী দুদিন একই রকম থাকবে তাপমাত্রা উত্তরবঙ্গে। দুদিন পর থেকে উত্তুরে হওয়া বইতে পারে তাপমাত্রা কমবে উত্তরবঙ্গে। -তথ্য-অয়ন ঘোষাল
দক্ষিণবঙ্গে দিনের তাপমাত্রা ৪২ এর নিচে নামবে না। রাতের তাপমাত্রা ৩০ এর নিচে নামবে না। কাল দিনের তাপমাত্রা ৪৩ ডিগ্রি। স্বাভাবিকের থেকে ৭.৪ ডিগ্রি বেশি। কাল রাতের তাপমাত্রা ৩০ ডিগ্রি। স্বাভাবিকের থেকে ৪ ডিগ্রি বেশি। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ৮৬ থেকে ২১ শতাংশ। -তথ্য-অয়ন ঘোষাল
শনিবার ৪১.১ রবিবার ৪১.৩ সোমবার ৪১.৭ মঙ্গলবার ৪৩.০ -তথ্য-অয়ন ঘোষাল
দক্ষিণবঙ্গের কলাইকুন্ডা গতকাল রেকর্ড গড়েছে। স্বাভাবিকের চেয়ে ১০.৪ ডিগ্রি বেড়ে কাল এখানে পারদ পৌঁছে গিয়েছে ৪৭.২ ডিগ্রিতে। উষ্ণতায় কাল মরু রাজ্য রাজস্থান কে বেশ কয়েক ধাপ পিছনে ফেলে দিয়েছে নাতিশীতোষ্ণ বলে পরিচিত পশ্চিমবঙ্গ। উত্তরবঙ্গের মালদহ কাল তীব্র তাপপ্রবাহের কবলে পড়েছে। রাজ্যের ১৮ টি শহর কাল তীব্র তাপপ্রবাহের কবলে ছিল। ৮ টি শহর ছিল মডারেট বা মৃদু তাপপ্রবাহের কবলে। এই পরিস্থিতি আগামী ৪ মে পর্যন্ত রাজ্যের সর্বত্র বহাল থাকবে। পারদ সামান্য উত্থান পতন হলেও মোটের ওপর দাবদাহে পুড়বে বাংলা। -তথ্য-অয়ন ঘোষাল
শনিবার বিকেল থেকে উপকূলে মেঘলা আকাশ। রবিবার ৫ মে বৃষ্টি ৩ জেলায়। উত্তর এবং দক্ষিণ ২৪ পরগনা এবং পূর্ব মেদিনীপুরে। সোমবার বৃষ্টির পরিমাণ বাড়বে। গাঙ্গেয় দক্ষিণবঙ্গ সহ পশ্চিমের জেলা সোমবার বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি পাবে। সঙ্গে ঘন্টায় ৩০ থেকে ৩৫ কিলোমিটার বেগে দমকা হাওয়া বইতে পারে উপকূলের জেলায়। -তথ্য-অয়ন ঘোষাল