WB Weather Update: সন্ধের আগেই ধেয়ে আসছে ঝড়, বৃষ্টিতে ভিজবে এইসব জেলা

Mon, 06 May 2024-4:58 pm,

তীব্র দাবদাহের মধ্যে জমিয়ে বৃষ্টি হবে বলেও ঠিকমতো বৃষ্টি হচ্ছে না। তবে সোমবার বিকেলে সুখবর শোনাল আবহাওয়া দফতর। -তথ্য- অয়ন ঘোষাল

আবহাওয়া দফতরের দুপুরের পূর্বাভাস অনুযায়ী আগামী ২-৩ ঘণ্টার মধ্যে ভিজতে পারে রাজ্যের ২ জেলা। -তথ্য- অয়ন ঘোষাল

কোন কোন জেলা আজ বিকেলে ভিজতে পারে বৃষ্টিতে? হাওয়া অফিস বলছে, আগামী কয়েক ঘণ্টার মধ্যে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে পশ্চিম বর্ধমান ও বীরভূম জেলায়। -তথ্য- অয়ন ঘোষাল

সকালের পূর্বাভাসে হাওয়া অফিস জানিয়েছিল দুপুর বা বিকেলের পর রাজ্যের ৮ জেলায় কালবৈশাখীর হতে পারে। এগুলি হল বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, পূর্ব বর্ধমান, হাওড়া, হুগলি, উত্তর এবং দক্ষিণ ২৪ পরগনা। এখানে বজ্র বিদ্যুৎ-সহ বৃষ্টি দুপুর বা বিকেলের পর। সঙ্গে সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া। কলকাতা, দুই মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান-সহ দক্ষিণের সমস্ত জেলায় বজ্র বিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি। সঙ্গে ৩০ থেকে সর্বোচ্চ ৪৩ কিলোমিটার বেগে ঝোড়ো দমকা হাওয়া বইতে পারে। -তথ্য- অয়ন ঘোষাল

এদিকে হাওয়া অফিসের পূর্বাভাসে আরও বলা হচ্ছে ঝাড়খণ্ড ও সন্নিহিত এলাকায় একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে। এটির বিস্তৃতি ঝাড়খণ্ড থেকে মধ্যে প্রদেশ পর্যন্ত। এর প্রভাবে পশ্চিমবঙ্গে বজ্র বিদ্যুত্-সহ বৃষ্টি হতে পারে। -তথ্য- অয়ন ঘোষাল

 

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link