মদের দোকান খোলায় দারুণ খুশি রবি শাস্ত্রী! বিয়ারের গ্লাস হাতে সঙ্গ চান এই দুজনের
বিয়ার আসলে জুস। তিনিই বলেছিলেন একবার এক সাক্ষাত্কারে। রবি শাস্ত্রী এটাও জানিয়েছিলেন, তিনি বিয়ার পান করতে খুব ভালবাসেন। ভারতীয় দলের কোচ শাস্ত্রী মদের দোকান খোলায় দারুণ খুশি।
আলিবাগে নিজের ফার্মহাউসে রয়েছেন শাস্ত্রী। লকডাউনের জন্য ঘরবন্দি। তবে সরকার মদের দোকান খোলার অনুমতি দেওয়ায় শাস্ত্রী নিজের মনের আনন্দ প্রকাশ করেছেন।
শাস্ত্রী বলেছেন, এবার তিনি বিয়ার কিনতে পারবেন। আর বিয়ারের গ্লাস হাতে কোন দুজনকে সঙ্গী হিসাবে চান সেটাও জানালেন কোহলিদের হেডস্যর।
ভারতের দুই প্রাক্তন ক্রিকেটার রজার বিনি ও লক্ষ্মণ শিবরামাকৃষ্ণনকে সঙ্গী হিসাবে চান বলে জানালেন শাস্ত্রী।
সোমবার থেকে বেশ কিছু জায়গায় মদের দোকান খোলার অনুমতি দিয়েছে সরকার। প্রথম দুদিনেই রেকর্ড বিক্রি হয়েছে। রবি শাস্ত্রীর মতো অনেকেই সরকারের এমন সিদ্ধান্তে খুশি। তবে অনেকেই এই হঠকারী সিদ্ধান্তের সমালোচনাও করেছেন। সংক্রমণের সংখ্যা এতে অনেকটাই বাড়বে বলে মনে করছেন অনেকে।