মারণ ভাইরাসের মোকাবিলায় মেসির মানবিক মুখ দেখল বিশ্ব
করোনার বিরুদ্ধে লড়াইয়ে মাঠে নামলেন লিওনেল মেসি।
মারণ ভাইরাসের বিরুদ্ধে লড়াইয়ের জন্য এক মিলিয়ন ইউরো দান করলেন আর্জেন্টিনিয় সুপারস্টার।
মেসির দেওয়া অর্থ ভাগ করে দেওয়া হয়েছে বার্সেলোনার এক হাসপাতাল আর আর্জেন্টিনার এক মেডিকেল সেন্টারে।
বার্সেলোনায় যোগ দেওয়ার পর থেকে কাতালুনিয়াতেই থাকেন মেসি। স্পেনের মধ্যে করোনা সবচেয়ে বেশি থাবা বসিয়েছে এই কাতালুনিয়ায়। তাই সাধারণ মানুষের পাশে দাঁড়াতে এগিয়ে এলেন মেসি।
করোনা আক্রান্তদের চিকিৎসার জন্য সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন ম্যাঞ্চেস্টার সিটির ম্যানেজার পেপ গুয়ার্দিওলা। মেসির মতোই এক মিলিয়ন ইউরো দান করেছেন স্প্যানিশ কোচ। স্পেনের কাতালুনিয়া থেকেই উঠে এসেছেন গুয়ার্দিওলা।