২৬০ মিলিয়ন ইউরোতে মেসিকে কিনতে আসরে মিলান!
গত কয়েকমাস ধরেই বার্সেলোনার সঙ্গে সম্পর্ক ভালো যাচ্ছে না লিওনেল মেসির। নিজের প্রিয় ক্লাবের সঙ্গে দূরত্ব বাড়ছে আর্জেন্টাইন তারকার।
বার্সা কোচের সঙ্গে সম্পর্ক একেবারে তলানিতে ঠেকেছে। বারবার প্রকাশ্যে সেতিয়েনের দল পরিচালনার সমালোচনা করেছেন মেসি।
এমন খবরও প্রকাশ্যে আসে যে চুক্তি শেষে বার্সেলোনা ছাড়তে চলেছেন মেসি। নতুন করে আর স্প্যানিশ ক্লাবটির সঙ্গে চুক্তি বাড়াতে চাইছেন না ছয় বারের ব্যালন ডি'অর জয়ী।
বার্সা প্রেসিডেন্ট অবশ্য বারবার মেসির দল বদলের খবর উড়িয়ে দিয়েছেন। কিন্তু ইতালির ক্লাব ইন্টার মিলান মেসিকে কিনতে চেয়ে বড় অঙ্কের দর হাঁকাল।
ইতালির সংবাদমাধ্যম লা গেজেত্তা দেল স্পোর্ট- জানিয়েছে আর্জেন্টাইন তারকার জন্য ২৬০ মিলিয়ন ইউরো দিতে রাজি ইন্টার মিলান।