Messi: ঘুচল অন্ধত্ব! দেখা মাত্রই জড়িয়ে ধরে, দৃষ্টিহীনকে দৃষ্টিদান মেসির
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ফুটবলের জাদুকর বল পায়ে যে শুধু মাঠেই জাদু দেখান তা নয়, বিবিন্ন ধরনের সামাজিক কাজেও অংশ নেন মেসি। যারমধ্যে রয়েছে দৃষ্টিহীনকে দৃষ্টিদানও। বিষয়টি কী? খুলে বলা যাক-
অরক্যাম বলে একটি সংস্থা তৈরি করেছে একটি ছোট কিন্তু দুর্দান্ত ডিভাইস। যা চশমার সঙ্গে লাগিয়ে নিলে পরই দৃষ্টিহীনরা আমাদের মতই সবকিছু দেখতে ও করতে পারবেন।
বিশেষ ধরনের চশমার সঙ্গে লাগানো এই বিশেষ ডিভাইসে রয়েছে ফেস রেকগনিশন ফিচার। যা কোনও মানুষকে চিনতে সাহায্য় করে।
চিনতে পারে কোনও বস্তুকে, টাকার নোটকেও। পাশাপাশি এই ডিভাইস লাগিয়ে পড়া যায় বই, পেপারও।
অরক্যাম মাইআই বলে এই ডিভাইসটি ইজরায়েলি প্রযুক্তিতে তৈরি। AI বা আর্টিফিশিয়াল ইনটেলিজেন্স দ্বারা পরিচালিত।
অসামান্য এই ডিভাইসটিরই ব্র্যান্ড অ্যাম্বাসাডর হলেন লিওনেল মেসি। মেসি বলেন, 'এটা সত্যিই আশ্চর্যের যে একটা ছোট্ট ডিভাইস কী অসাধারণ কাজ করতে পারে!'