মেসির তৃতীয় সন্তান `সিরো` কেমন দেখতে
থিয়োগো, মাতেও-র পর তৃতীয় সন্তান আসছে ... অক্টোবরেই ঘোষণা করেছিলেন লিওনেল মেসি ও আন্তোনেলা রোকুজ্জো। ফেব্রুয়ারিতে মেসি তাঁর তৃতীয় সন্তানের নামকরণ করেন 'সিরো'।
ব্যক্তিগত কারণ দেখিয়ে শনিবার লা লিগায় মালাগার বিরুদ্ধে খেলেননি মেসি। কয়েকঘন্টার মধ্যেই ইনস্টাগ্রামে ছবি পোস্ট করলেন। সদ্যোজাত সন্তানের আঙুল ধরে আছেন মেসি।
উচ্ছ্বসিত মেসি লিখেছেন, "স্বাগত সিরো। ভগবানকে ধন্যবাদ। বেবি বয় এবং মা ভালো আছেন। আমরা দারুণ খুশি।"
লিওনেল মেসি ও আন্তোনেলা রোকুজ্জোর সদ্যোজাত তৃতীয় সন্তান 'সিরো'। গ্রিক শব্দ 'সিরো' মানে সূর্য।
সুখী পরিবার: হাসপাতালে সদ্যোজাত সিরোর সঙ্গে থিয়েগো,মাতেও,লিও এবং আন্তোনেলা